ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেডিটেক্স প্রদর্শনী শুরু ৫ মে

প্রকাশিত: ০৩:৫৮, ২৭ এপ্রিল ২০১৬

মেডিটেক্স প্রদর্শনী শুরু ৫ মে

স্টাফ রিপোর্টার ॥ মেডিক্যাল, ফার্মাসিউটিক্যাল এবং স্বাস্থ্যসেবা খাতের যন্ত্রপাতির আন্তর্জাতিক প্রদর্শনী ‘মেডিটেক্স বাংলাদেশ ২০১৬’ এর ৯ম আসর শুরু অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ৫ থেকে ৭ মে প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে। এবারের প্রদর্শনীতে বাংলাদেশসহ বিশ্বের ১৯টি দেশের প্রায় ২শ’টির মতো স্টল সাজানো থাকবে। এ প্রদর্শনীটির আয়োজন করছে আন্তর্জাতিক প্রদর্শনী সংস্থা সেমস গ্লোবাল-কনফারেন্স এ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড- সেমস গ্লোবাল। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস বাংলাদেশের জেনারেল ম্যানেজার (প্রশাসন) লুৎফুর রহমান, ম্যানেজার (মার্কেটিং) মোঃ মাজহারুল ইসলাম, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার আবু নঈম মোঃ শরীফ ও সেমস গ্লোবালের এ্যাসোসিয়েট ম্যানেজার হাসিব মোঃ মোসাদ্দেক প্রমুখ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে স্বাস্থ্য খাতের সর্ববৃহৎ এই প্রদর্শনীতে থাকছে মেডিক্যাল, সার্জিক্যাল, হেলথ কেয়ার, ক্লিনিক্যাল ও ফার্মাসিউটিক্যাল উপকরণের বিশাল সমাহার। এছাড়াও হেলথ ট্যুরিজম ও সার্ভিস উপকরণের জন্য থাকছে বিশেষ আয়োজন। প্রদর্শনীগুলো ভোক্তা ও উদ্যোক্তাদের জন্য একটি যুযোগপযোগী প্লাটফর্ম, যেখানে কার্যকরী যোগাযোগের মাধ্যমে উদ্যোক্তারা নতুন নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পারবেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের এক মাসে আয় ৭ কোটি ১০ লাখ টাকা তৌহিদ আক্তার পান্না, ঈশ^রদী ॥ রেলওয়ে পশ্চিমাঞ্চলে গত মার্চ মাসে অতিরিক্ত আয় করেছে ৭ কোটি ১০ লাখ টাকা। এর মধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে জোনাল হেডকোয়ার্টার আয় করেছে ৩ কোটি ৩৮ লাখ টাকা ও পাকশী বিভাগে আয় করেছে ৩ কোটি ৭২ লাখ টাকা। যাত্রী, পাশের্^ল, গুডস, সান্ড্রিস, ট্রাফিক, এস্টেট ও বিদ্যুত বিভাগ থেকে এসব টাকা আয় করা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম এবং পাকশী বিভাগের ডিআরএম আফজাল হোসেনের কঠোর নির্দেশনা ও তদারকিতে এ পরিমাণ টাকা আয় করা সম্ভব হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা মিহির কান্তি গুহ জানান, জুলাই/১৫ থেকে ২৩ এপ্রিল/১৬ পর্যন্ত ১৮৯৪টি অতিরিক্ত ওয়াগনে পদ্মা সেতু নির্মাণের জন্য পাথর ভর্তি করে পরিবহন করে ৪৭৭৮৯টি ওয়াগন সংখ্যায় দাঁড়িয়েছে। এর আগে জুলাই/১৫ মাসে পাথর পরিবহনের ওয়াগন সংখ্যা ছিল ৪৫৮৯৫টি। পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম খায়রুল আলম জানান, প্রতিটি ট্রেনে মোবইল কোর্ট ও ব্লক চেকিং করে এবং গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে রেলের আয় বৃদ্ধি অব্যাহত রয়েছে।
×