ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংসদে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৬ উত্থাপন

প্রকাশিত: ০৯:১২, ২৬ এপ্রিল ২০১৬

সংসদে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৬  উত্থাপন

সংসদ রিপোর্টার ॥ টোলঘরের কাছে জটলা সৃষ্টি করলে ১০ হাজার টাকা অর্থ দণ্ডারোপ এবং বিধি ভঙ্গের দায়ে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করার বিধান রেখে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আইন ২০১৬ বিল সোমবার জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। এছাড়া ‘চা বিল-২০১৬’ নামের আরেকটি বিল সংসদে উত্থাপিত হয়েছে। ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে দশম সংসদের দশম অধিবেশনে বিল দুটি উত্থাপন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পরে বিল দুটি পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান করার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। এছাড়া পেট্টোলিয়াম বিল-২০১৬ এবং চট্টগ্রাম ও রাজশাহী মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিলের সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট উত্থাপন করা হয়।
×