ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে হেলে পড়েছে চারতলা ভবন ॥ সিলগালা

প্রকাশিত: ০৪:০৬, ২৬ এপ্রিল ২০১৬

নারায়ণগঞ্জে হেলে পড়েছে চারতলা ভবন ॥ সিলগালা

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ২৫ এপ্রিল ॥ শহরের দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকায় চারতলা ভবন পাশের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়েছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে লোকজন ভবনটি পরিদর্শন করেছে। তারা বলেছে, ভবনটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক অবস্থায় রয়েছে। ভবনটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সোমবার দুপুরে ভবনটির বাসিন্দাদের সরিয়ে সিটি কর্পোরেশন সিলগালা করে দিয়েছে। জানা গেছে, রবিবার রাতে দেওভোগ পানির ট্যাঙ্কি এলাকার মৃত ফিরোজ মিয়ার চারতলা ভবনটি পাশের কামাল হোসেনের পাঁচতলা ভবনের ওপর হেলে পড়ে। রাত নয়টার দিকে নারায়ণগঞ্জ ম-লপাড়া ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা দিয়ে ভাড়াটেদের ভবনটি ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়। এর পর ওই ভবনের ও আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সোমবার সকাল থেকেই ভবনটিকে ঘিরে জনতার ভিড় বাড়তে থাকে। এলাকাবাসী বলছে, বিশ-পঁচিশ বছর আগে ডোবার ওপর শুধুমাত্র বেসমেন্ট বসিয়ে ভবনটি তৈরি করা হয়েছিল। চাঁদপুরে ৪শ’ বস্তা চাল আটক নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৫ এপ্রিল ॥ খাদ্য অধিদফতরের সীলযুক্ত চার শ’ বস্তা চাল আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ। রবিবার রাত পৌনে ১১টায় চাঁদপুর শহরের পুরান বাজার বাগাদী রোডে এসব চাল ট্রাকে বোঝাই অবস্থায় আটক করা হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানায়, খাদ্য অধিদফতরের সীলযুক্ত চাল পাচার হয়ে যাচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ট্রাকের ওপরে উঠে চালের বস্তার একপিঠে খাদ্য অধিদফতরের সীল অপর পিঠে বিসমিল্লাহ অটো রাইস মিলের স্বর্ণ চাল সীলযুক্ত দেখতে পায়। ধারণা করা হচ্ছে, অভিনব কায়দায় সরকারী গুদামের চাল পাচারের জন্য দুই রকম সীল বস্তায় ব্যবহার করা হয়েছে। ট্রাক চালক মুকসুদ আহমেদ জানান, তিনি চার শ’ বস্তা চালের মধ্যে ১৫০ বস্তা চাল পুরানবাজার খাজা অটো রাইস মিলস্ থেকে বোঝাই করেছেন এবং বাকি ২৫০ বস্তা চাল নতুন বাজার বিসমিল্লাহ অটো রাইস মিলস্ থেকে চট্টগ্রামের সন্দ্বীপ নেয়ার উদ্দেশে প্রস্তুতি নিচ্ছিলেন। বঙ্গবন্ধু সড়কের বাসিন্দা বিসমিল্লাহ অটো রাইস মিলের মালিক আঃ রহিম সরকার জানান, তিনি খাদ্য অধিদফতরের পুরনো বস্তা ক্রয় করে চাল বস্তাজাত করেছেন। খবর পেয়ে ঘনাস্থলে আসেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (এনডিসি) লিটুস লরেন্স চিরান ও কাজী মহসীন উজ্জ্বল।
×