ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বারোপুর-নামুজা সড়কের বেহাল অবস্থা

প্রকাশিত: ০৪:০৪, ২৬ এপ্রিল ২০১৬

বারোপুর-নামুজা সড়কের বেহাল অবস্থা

সমুদ্র হক ॥ বাংলাবান্ধা হয়ে চতুর্দেশীয় নেটওয়ার্ক সংযুক্ত সড়কের এতই বেহাল অবস্থা যে, ছোট যানবাহনও ঠিকমতো চলতে পারে না। খানাখন্দকে ভরে গেছে। বর্ষা মৌসুমে বোঝাই যায় না এটি সড়ক না বড় কোন ডোবা বা খাল। অথচ এ সড়কের ধারেই রয়েছে হিমাগার, খাদ্য গুদামসহ বড় তিনটি হাট এবং কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। বগুড়ার পুরাতন দিনাজপুর রোড হিসেবে পরিচিত বারোপুর থেকে নামুজা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কটি বর্তমানে জয়পুরহাটের বাণিজ্যিক এলাকা মোলামগাড়ির সঙ্গে সংযোগ রক্ষা করে। সড়কটির সঙ্গে আঞ্চলিক ও জাতীয় মহাসড়কেরও সংযোগ রয়েছে। একই সঙ্গে এ সড়ক দিয়েই বাণিজ্যিক কার্যক্রমের বিস্তৃতি ঘটেছে। এ সড়কে ভারি যানবাহন চলা অপরিহার্য। ভারি যানবাহন চলতে না পারায় গ্রামীণ অর্থনীতির ওপর প্রভাব পড়ছে। তারপরও গুরুত্বপূর্ণ এ সড়কের উন্নয়নে কর্তৃপক্ষের পরিকল্পনা নেই। এদিকে এই সড়কের ধারে যাদের বাস, তাদের ভোগান্তির অন্ত নেই। বিশেষ করে বর্ষা মৌসুমে দুর্ভোগ যারপরনাই বেড়ে যায়। এ বিষয়ে বগুড়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী জানালেন, সড়কটির বেশ কিছু অংশ মেরামত ও সংস্কার করা হয়েছে। বাকি অংশ ঠিক করার পরিকল্পনা রয়েছে। তবে অর্থাভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। কবে নাগাদ এ রাস্তা ঠিক হতে পারে এবং কিছু অংশ কাজ হওয়ার পরও দ্রুত কেন ভেঙ্গে যাচ্ছেÑ এমন প্রশ্নে তিনি জানান, রাস্তা মেরামতের বিষয়টি নির্ভর করছে অর্থ প্রাপ্তির ওপর। আর ঠিক করার পর যা ভেঙ্গে গেছেÑ এ বিষয়টি তিনি এড়িয়ে গেছেন। এই রাস্তার ধারে যাদের বাস তাদের কথাÑ বারোপুর থেকে নামুজা পর্যন্ত ১৮ ফুট প্রশস্ত ও ১৬ কিলোমিটার দীর্ঘ এই সড়ক যখন অংশবিশেষ করে সংস্কার করা হয় তার কিছুদিন পরই সড়ক ভাঙ্গা শুরু করে। যেনতেনভাবে কোনরকমে দায়সারা গোছের কাজ করা হয় তা সাদা চোখেই দেখা যায়। এলাকার কয়েকজন নাম প্রকাশ করতে না চেয়ে বলেন, ঠিকাদারের নির্দেশে মজুররা নিম্নমানের কাজ করে। দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সেই কাজ দেখে যায়। তারওপর একবার কাজ করার পর অল্পদিনের মধ্যে রাস্তা নষ্ট হয়ে গেলে দিনের পর দিন তা আর মেরামত হয় না। এলাকার লোকজনের কথাÑ রাস্তা নষ্ট হয়ে মানুষের দৈনন্দিন জীবনযাপন সামাজিকতা রক্ষায় চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। অল্পের জন্য রক্ষা পেল শতাধিক নৌকাযাত্রী স্টফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ যাত্রীবাহী শ্যালো নৌকা দুর্ঘটনায় দুই শিশুসহ পাঁচজন আহত হয়েছে। সোমবার সকালে কুড়িগ্রাম থেকে রৌমারী যেতে মাঝপথে নৌকার তলা ফেটে যায়। এতে অল্পের জন্য রক্ষা পায় শতাধিক যাত্রী। জানা যায়, সদর উপজেলার মোগলবাসা ঘাট থেকে শ্যালোচালিত নৌকা শতাধিক যাত্রী নিয়ে রৌমারী উপজেলার উদ্দেশে রওনা দেয়। মাঝপথে ব্রহ্মপুত্র নদে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের চরগুজিমারী নামক জায়গায় নৌকার তলা ফেটে যায়। এতে হু হু করে নৌকায় পানি ঢুকতে থাকে। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। নৌকার মাঝি বিষয়টি বুঝতে পেরে পার্শ্ববর্তী বালুচরে নৌকা ভেড়ানোর চেষ্টা করে। নৌকা বালুচরে পৌঁছানোর পূর্বেই নৌকা তলিয়ে যাওয়ার উপক্রম হলে যাত্রীরা পানিতে লাফিয়ে সাঁতার কেটে কিনারে উঠতে সক্ষম হয়।
×