ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকায় এআইইউবির দিনব্যাপী লিডারশিপ সামিট

প্রকাশিত: ০৫:০২, ২৫ এপ্রিল ২০১৬

ঢাকায় এআইইউবির দিনব্যাপী লিডারশিপ সামিট

কর্পোরেট খাতে দক্ষ নেতৃত্ব তৈরির মাধ্যমে দেশের বিপুল অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) শনিবার ঢাকায় দিনব্যাপী এক সম্মেলনের আয়োজন করেছে। ‘সম্ভাবনার বাস্তবায়ন’ স্লোগানে আয়োজিত ‘এআইইউবি লিডারশিপ সামিট ২০১৬’ শীর্ষক এই সম্মেলনে বৈশ্বিক করপোরেট খাতের শীর্ষ পাঁচ নেতা যোগ দেন। এ নিয়ে চতুর্থ বারের মতো অনুষ্ঠিত হলো এই সম্মেলন। এতে দক্ষ ও কার্যকর নেতৃত্ব তৈরির বিষয়ে কর্পোরেট খাতকে উৎসাহিত করার পাশাপাশি কিছু দিকনির্দেশনাও দেয়া হয়, যাতে দেশের অর্থনৈতিক সম্ভাবনার বাস্তবায়ন ত্বরান্বিত হয়। সম্মেলনে বলা হয়, কেবল সুদক্ষ নেতৃত্বই দেশের অগ্রগতি ও উন্নয়নের সম্ভাবনা কাজে লাগানোর সূচনা করতে পারে। ঢাকায় র‌্যাডিসন ব্লুওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এই সম্মেলনে ব্যবসায়িক খাতের প্রায় ৫০০ পেশাজীবী অংশ নেন। বিশ্বের ব্যবসায় ও বিপণন খাতের পাঁচজন খ্যাতিমান নেতা এই সম্মেলনে তাঁদের অভিজ্ঞতা, দুর্দান্ত চিন্তা-ভাবনা এবং শেখা বিভিন্ন বিষয় তুলে ধরেন। এতে বেশ কয়েকটি অধিবেশনে নানা বিষয়ে নিবিড় আলোচনা হয়। এসব অধিবেশনে নেতৃত্বের বিষয়ে পাঁচটি মূল প্রবন্ধ উপস্থাপন এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ওপর প্যানেল আলোচনা করা হয়। এছাড়া ওয়ার্ল্ড মার্কেটিং সামিট জার্নাল ‘মাইন্ড ইয়োর মার্কেটিং’-এর আনুষ্ঠানিক মোড়ক উšে§াচন করা হয়। -বিজ্ঞপ্তি
×