ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নারীসহ আহত ৬

গাজীপুরে কারখানা ভবন ভাঙ্গার সময় টিনশেড চাপা পড়ে এক শ্রমিক নিহত

প্রকাশিত: ০৮:৫৪, ২৪ এপ্রিল ২০১৬

গাজীপুরে কারখানা ভবন ভাঙ্গার সময় টিনশেড চাপা পড়ে এক শ্রমিক নিহত

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ২৩ এপ্রিল ॥ গাজীপুরের কোনাবাড়িতে শনিবার বিকেলে এক কারখানার পরিত্যক্ত ভবন ভাঙ্গার সময় ধসেপড়া বিমের নিচে পাশর্^বর্তী একটি দোতলা টিনশেড চাপা পড়েছে। এতে টিনশেডের বাসিন্দা গার্মেন্টস কর্মী আব্দুল হান্নান (২৮) নিহত ও নারীসহ অপর ৬ জন আহত হয়েছে। তিনি কোনাবাড়ি এলাকার ইদ্রিস আলীর ছেলে। স্থানীয়রা জানায়, কোনাবাড়ির পল্লীবিদ্যুত রোডের কাদের সিনথেটিক টেক্সটাইল কারখানার ৫ তলার একটি পরিত্যক্ত ভবন ভেঙ্গে সরিয়ে নেয়ার কাজ কিছুদিন ধরে চলছিল। কাজ চলাকালে শনিবার বিকেলের দিকে ভবনের ৪তলা উচ্চতা থেকে বিমের একটি অংশ হঠাৎ ভেঙ্গে পাশর্^বর্তী দোতলা একটি টিনশেডের ওপর পড়ে। এতে কাঠের পাটাতনের ওপর নির্মিত টিনশেডের তিনটি কক্ষ ও কক্ষে থাকা গার্মেন্টসের ৪ শ্রমিক বিমের নিচে চাপা পড়ে। স্থানীয়রা গুরুতর অবস্থায় হান্নানকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×