ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৬২ বছর পরও চালু

প্রকাশিত: ০৬:২১, ২০ এপ্রিল ২০১৬

৬২ বছর পরও চালু

৬২ বছর পরও চালু অবস্থায় রয়েছে ফ্রিজ ! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্যি। আজকের দিনে যেখানে বছর বছর পুরনো কিচেন এ্যাপ্লায়েন্সগুলো বাদ দিতে সবাই অভ্যস্ত সেখানে একটি ফ্রিজ চলছে ৬২ বছর ধরে। তাও আবার যার তার ফ্রিজ নয়। ব্রিটেনের রানীমাতার ফ্রিজ এটি। জেনারেল মোটর্স কোম্পানির তৈরি ফ্রিজিয়ার ব্র্যান্ডের সম্ভবতই এটি সর্বশেষ ফ্রিজ। ফ্রিজটি রয়েছে স্কটল্যান্ডে ক্যাসেল অব মে’তে। প্রাসাদটিতে রানীমাতা এক সময় বসবাস করেছেন। ২০১৬ সালে কেনা ফ্রিজটি সেটি ২০৭৮ সালে চালু থাকা দূরে থাক তার নাম গন্ধ আদৌ অবশিষ্ট থাকবে কী না সেটাও কেউ আশা করতে পারে না। অথচ এমন ঘটনাটিই ঘটেছে ব্রিটেনে। নটিংহাম ট্রেন্ট ইউনিভার্সিটির কলেজ অব আর্ট এ্যান্ড ডিজাইনের প্রফেসর টিম কুপার বলছেন, ‘আগের দিনে একটি জিনিস এমনভাবে তৈরি করা হতো যেন এটি যত দীর্ঘদিন সম্ভব ব্যবহার করা যায়। আর আজকের দিনের একজন উৎপাদনকারীর চিন্তাই থাকে পণ্যসামগ্রী যেন বেশিদিন ব্যবহার করা যায় না।’ প্রতিযোগিতার যুগে কোম্পানিগুলোর বাজারে নিজেদের অবস্থান ধরে রাখাই এর উদ্দেশ্য বলে তিনি মনে করেন। এছাড়া আজকের দিনে মানুষের রুচি পছন্দও বদলে গেছে। তারাও একই জিনিস অনেকদিন ব্যবহার করতে চায় না। এখনকার পণ্যে আগের মতো ভারি ইস্পাত ব্যবহার করা হয় না। যেসব পণ্যে প্লাস্টিক থাকে সেখানে ব্যবহার করা হয় নিম্নমানের প্লাস্টিক। বর্তমানে একটি ফ্রিজের জীবনকাল সর্বোচ্চ ১৯ বছর ধরা হয়। রানীমাতা ১০২ বছর বয়সে ২০০২ সালের মার্চে মারা যান। -ডেইলি মেইল
×