ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিয়ন্ত্রণহীনভাবেই চলছে স্বর্ণ ও রৌপ্যের ব্যবসা

প্রকাশিত: ০৪:২৪, ২০ এপ্রিল ২০১৬

নিয়ন্ত্রণহীনভাবেই চলছে স্বর্ণ ও রৌপ্যের ব্যবসা

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিয়ন্ত্রণহীনভাবেই চলছে স্বর্ণ ও রৌপ্যের ব্যবসা। এ খাতের ব্যবসায়ীদের প্রকৃত সংখ্যা কত, এর নির্দিষ্ট কোন পরিসংখ্যান না থাকায় অন্তত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। আইনীভাবে কোন বাধ্যবাধকতা না থাকায় এ ব্যাপারে উদাসীন ব্যবসায়ীরাও। তবে বিষয়টি নজরে রয়েছে বলে জানায় এনবিআর। দেশের অর্থনীতির বড় একটি অংশ জুড়েই রয়েছে জুয়েলারি ব্যবসা। কিন্তু ব্যবসায়ীদের কোন সংখ্যা জানা নেই। তবে ঢাকা-চট্টগ্রাম জুয়েলারি সমিতির দেয়া তথ্য অনুযায়ী, সব মিলিয়ে ব্যবসায়ীর সংখ্যা প্রায় এক লাখ ২৮ হাজারের মতো। এর মধ্যে বৈধ ব্যবসায়ী মাত্র ৩২ হাজার। লাইসেন্সের বিষয়ে সরকারের বাধ্যবাধকতা না থাকায় এ বিষয়ে স্বর্ণ ব্যবসায়ীরাও উদাসীন বলে জানান তারা। লক্ষাধিক ব্যবসায়ীর মধ্যে ঢাকা শহরেই রয়েছে প্রায় ১০ হাজার। এর মধ্যে লাইসেন্স আছে মাত্র ৮০৩টি প্রতিষ্ঠানের। আর রাজধানীতে অবৈধ ব্যবসায়ীর সংখ্যা কত, সে তথ্য নেই জেলা প্রশাসনের কাছে। ঢাকা জেলা এডিসি মজিবুর রহমান বলেন, ‘জুয়েলারি সমিতি যারা রয়েছে তাদের সাথে কথা বলে তাদের তালিকা সংগ্রহ করে লাইসেন্সের বাইরে যারা রয়েছে তাদের বিষয়ে প্রচলিত আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।’ বাকি ৯৬ হাজার ব্যবসায়ী কোন অনুমোদন ছাড়াই ব্যবসা করায় বছরে অন্তত শত কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। তবে বিষয়টি নজরদারিতে রয়েছে বলে জানিয়েছেন এনবিআর চয়ারম্যান ড. নজিবুর রহমান। অবৈধদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ ব্যবসায়ীরা। সৌদি আরবে ৬০ শতাংশ শিক্ষিত বেকার অর্থনৈতিক রিপোর্টার ॥ এবার বেকারত্বের অভিশাপ আঁকড়ে ধরেছে মধ্যপ্রাচ্যকে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে ধনী দেশ সৌদি আরবেও ৬০ শতাংশ ডিপ্লোমা ও ব্যাচেলর ডিগ্রিধারী বেকার জীবনযাপন করছেন। চাকরির জন্য বিভিন্ন দফতরে দৌড়াতে হচ্ছে এসব বেকার তরুণ-তরণীদের। সম্প্রতি দেশটির অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। মন্ত্রণালয়ের আন্তঃসচিব ড. সালেহ আল-আমরোর বরাত দিয়ে আরব নিউজ জানিয়েছে, দেশটির সরকার বেকারত্ব ঘোচাতে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। হুন্দাই ও কিয়ার ১০ কোটি গাড়ি বিক্রি অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর এবং এর অঙ্গ প্রতিষ্ঠান কিয়া মোটরস প্রতিষ্ঠাকাল থেকে গত ৫৪ বছরে ১০ কোটি গাড়ি বিক্রি করেছে। শিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, ১৯৬২ সালে প্রথম গাড়ি বিক্রি শুরু করে হুন্দাই ও কিয়া। এরপর চলতি বছরের মার্চ পর্যন্ত দক্ষিণ কোরিয়ার শীর্ষ এই দুই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান যৌথভাবে বিশ্বব্যাপী ৯৯.৭ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে ৬৪.০২ মিলিয়ন গাড়ি বিক্রি করেছে হুন্দাই। আর কিয়া বিক্রি করেছে ৩৫.৬৮ মিলিয়ন গাড়ি। এক যৌথ বিবৃতিতে কোম্পানি দুটি জানিয়েছে, এপ্রিলেই বিশ্বব্যাপী তাদের গাড়ি বিক্রি ১০ কোটি ছাড়িয়ে যাবে। ক্যান্টন ফেয়ারে ওয়ালটন পণ্যে ক্রেতাদের আগ্রহ অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনের গুয়াংজু শহরে বিশ্বের বৃহত্তম পণ্যমেলাÑ ক্যান্টন ফেয়ারে ওয়ালটন গ্রুপের মেগা প্যাভিলিয়নে বিদেশী ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। মেড ইন বাংলাদেশ খ্যাত ওয়ালটন ব্র্যান্ডের পণ্যের প্রতি তারা বিশেষ আগ্রহ দেখিয়েছেন। ওয়ালটন পণ্যের গুণগত উচ্চমান, আকর্ষণীয় ডিজাইন ও কালার এবং মূল্য সাশ্রয়ী হওয়ায় তারা পণ্য আমদানির ব্যাপারে আগ্রহ দেখিয়েছেন। গত ১৫ এপ্রিল শুরু হওয়া এ মেলায় আন্তর্জাতিক জোনে স্থাপন করা হয়েছে ওয়ালটন মেগা প্যাভিলিয়ন। এছাড়া মেলার তিনটি গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে ওয়ালটনের জায়ান্ট বিলবোর্ড। বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে ওয়ালটন পণ্য তৈরির ওপর নির্মিত বিভিন্ন প্রামাণ্যচিত্র এবং ওয়ালটনের বিজ্ঞাপন চিত্র। মেলার প্রথম দিন থেকেই ওয়ালটন প্যাভিলিয়নে ছিল ক্রেতা-দর্শনার্থীদের ভিড়। মেলায় ২শ’টিরও বেশি দেশ থেকে ৩ লাখের বেশি বিদেশী ক্রেতা অংশ নিচ্ছেন। সেই সঙ্গে চীনের ক্রেতারা তো আছেনই। এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার পাশাপাশি ওয়ালটন পণ্য নিয়ে এবার আমেরিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়ার ক্রেতাদের আগ্রহ দেখা গেছে। মেলায় ওয়ালটন নিয়ে এসেছে সর্বাধুনিক ইনভার্টার প্রযুক্তির ফ্রিজ। মেলায় আসা আন্তর্জাতিক ক্রেতারা প্রধানত দেখছেন কার পণ্যের মান কত ভাল, সেটা কত কম দামে কেনা যাচ্ছে।
×