ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানের পুঁজিবাজারে ভূমিকম্পের আতঙ্ক কমেছে

প্রকাশিত: ০৪:২১, ২০ এপ্রিল ২০১৬

জাপানের পুঁজিবাজারে ভূমিকম্পের আতঙ্ক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ ভূমিকম্পের আতঙ্ক কমেছে জাপানের পুঁজিবাজারে। দফায় দফায় ভূকম্পনে আস্থা হারাচ্ছিল বিনিয়োগকারীরা। কিন্তু দুদিন পার হতেই আবার ঘুরে দাঁড়াল বাজার। মঙ্গলবার গত দুদিনের লোকসান তুলে নিয়েছে নিক্কেই ২২৫ সূচক। জাপানের বেঞ্চমার্কে এদিন সূচকটি ৩.৭ শতাংশ বেড়ে ১৬ হাজার ৮৪৭ পয়েন্টে শেষ হয়। বিবিসির খবরে বলা হয়, মার্কিন পুঁজিবাজার গত কার্যদিবসে ইতিবাচক ধারায় লেনদেন করে। এর প্রভাব পড়ে মঙ্গলবারের বাজারে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার ও শুক্রবার দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান। এ ঘটনায় ৪১ জনের মতো নিহত হয়। এতে টয়োটা, সনি, হোন্ডার মতো কোম্পানি তাদের উৎপাদন সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেয়। সবমিলিয়ে ভূমিকম্প আতঙ্কে সোমবার সূচক পতনের মধ্য দিয়ে দিন পার করে দেশটির পুঁজিবাজার। কিন্তু মার্কিন পুঁজিবাজার চাঙ্গা হওয়ায় বাজারে ইতিবাচক প্রভাব পড়তে দেখা যায়। এশিয়ার অন্য প্রধান প্রধান পুঁজিবাজারও এদিন ইতিবাচক ধারায় লেনদেন করে। হংকংয়ের হ্যাং সেং সূচক এদিন ১.৩ শতাংশ বেড়ে ২১ হাজার ৪৩৬ পয়েন্টে লেনদেন শেষ করে। অন্যদিকে সাংহাই কম্পোজিট ইনডেক্স ০.৩ শতাংশ বেড়ে ৩ হাজার ৪২ পয়েন্টে শেষ হয়। দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্কেও দেখা গেছে ইতিবাচক প্রভাব। এদিন কোসপি সূচক ০.১ শতাংশীয় পয়েন্ট বেড়ে ২ হাজার ১১ পয়েন্টে লেনদেন শেষ করেছে। জ্বালানি ও খনি খাতের কোম্পানি বিএইপি বিলিটন, রিও টিন্টো এদিন ঘুরে দাঁড়ায়। এর ফলে অস্ট্রেলিয়ার পুঁজিবাজারে বেঞ্চমার্ক এসঅ্যান্ডপি ২০০ এদিন ১ শতাংশ বেড়ে ৫ হাজার ১৮৮ পয়েন্টে শেষ হয়।
×