ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

আমি বিবেকের কাছে পরিষ্কার, কোন ভুল করিনি ॥ রুসেফ

প্রকাশিত: ০৪:১৯, ২০ এপ্রিল ২০১৬

আমি বিবেকের কাছে পরিষ্কার, কোন ভুল করিনি ॥ রুসেফ

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ বলেছেন, অভিশংসনের প্রচেষ্টায় তিনি ক্ষুব্ধ এবং বিবেকের কাছে পরিষ্কার। তার বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়ায় পার্লামেন্টের নিম্নকক্ষের ভোটে হেরে যাওয়ার পর সোমবার এক সংবাদ সম্মেলনে রুসেফ বলেন, তিনি কোন ভুল করেননি। সংবাদ সম্মেলনটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। খবর এএফপি ও বিবিসির। সংবাদ সম্মেলনে অত্যন্ত শান্তভাবে কথা বলেন রুসেফ। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে তিনি লড়াই চালিয়ে যাবেন এবং কোন চাপের কাছে তিনি মাথা নত করবেন না। ২০১৪ সালে পুনর্নির্বাচনের সময় বাজেট আইন ভঙ্গ করে সরকারী হিসেবে কারসাজি করেছিলেন বলে রুসেফের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। রুসেফ রবিবার সন্ধ্যায় দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে গুরুত্বপূর্ণ অভিশংসন ভোটে হেরে যান। অভিশংসন প্রস্তাবটি এখন কংগ্রেসের নিম্নকক্ষ থেকে সিনেটে উঠেছে এবং সিনেট তাকে বরখাস্ত করতে পারে। আগামী মাসের প্রথম দিকে সিনেটে এ বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে। ব্রাজিলের বড় সংবাদপত্রগুলোর জরিপে দেখা গেছে, অধিকাংশ সিনেটর অভিশংসনের পক্ষে ভোট দেবেন। যদি এমন হয়, তাহলে তাকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হবে। এ সময় প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন ভাইস প্রেসিডেন্ট মিশেল তেমের। রুসেফ বলেন, তিনি কোন চাপের কাছে নতিস্বীকার করবেন না। যারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার মতো সাহস, শক্তি ও মনোবল রয়েছে। তিনি বলেন, আমি পরাজিত হব, স্থবির হয়ে যাব না। আমি আমার লড়াই চালিয়ে যাব। যেমন লড়াই আমি অতীতে করেছি। এটিই সমাপ্তির সূচনা নয়। লড়াই শুরু হয়েছে। এটি দীর্ঘমেয়াদী ও স্মরণীয় লড়াই হবে। রুসেফ দাবি করেন, অভিশংসনের মুখোমুখি হতে হবে, এমন কোন অন্যায় তিনি করেননি। তরুণ বয়সে বামপন্থী কর্মী হিসেবে ব্রাজিলের সামরিক শাসনের বিরুদ্ধে রুসেফ তার লড়াইয়ের কথা উল্লেখ করে বলেন, আমি আমার যৌবন অতিবাহিত করেছি একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে। এখন আমি লড়ছি অভ্যুত্থান ষড়যন্ত্রের বিরুদ্ধে। তিনি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের জন্য ভাইস প্রেসিডেন্ট তেমেরকে দায়ী করেছেন।
×