ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিলেট ও হবিগঞ্জে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু

প্রকাশিত: ০৮:৪৬, ১৯ এপ্রিল ২০১৬

সিলেট ও হবিগঞ্জে বজ্রপাতে দুই শিশুসহ ৫ জনের মৃত্যু

স্টাফ রিপোটার, সিলেট অফিস ॥ সিলেট ও হবিগঞ্জে সোমবার বজ্রপাতে দুইশিশুসহ পাঁচজন মৃত্যু নিহত ও পাঁচজন আহত হয়েছে। সোমবার বিকেলে সিলেটের জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পাশে বজ্রপাতে স্কুলের ২ ছাত্রী নিহত ও একজন আহত হয়েছে। নিহত ডলি মালাকার (১০) জৈন্তাপুর উপজেলার লক্ষ্মীপ্রসাদ গ্রামের পতন মালাকারের মেয়ে ও পঞ্চম শ্রেণীর ছাত্রী ও একই গ্রামের আবদুর রহমানের মেয়ে ইশিতা রহমান তারিন (৭) দ্বিতীয় শ্রেণীর ছাত্রী। রানা মালাকারের মেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্রী লিপি মালাকারকে ভর্তি করা হয়েছে ওসমানী মেডিক্যালে। স্কুল ছুটির পর বাড়িতে ফেরার পথে বজ্রপাতে স্কুলের পাশেই ডলি মালাকার ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতালে নেয়ার পথে মারা যায় ইশিতা। আহত লিপিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিজস্ব সংবাদদাতা হবিগঞ্জ জানান, হবিগঞ্জে ফের বজ্রপাতে আপন দুই ভাইসহ ৩ জনের মৃত্যু হয়েছে। এরা হলো নবীগঞ্জ উপজেলাধীন কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের বাসিন্দা আব্দুল আজমের ছেলে ওয়ালী আহমেদ অলি (৩৭) ও আব্দুল আলীম (৪৫) এবং বানিয়াচঙ্গ উপজেলার কামালখানী গ্রামের ওয়াদুদের ছেলে জুয়েল মিয়া (৩১)। এঘটনায় আহত হয়েছে আরও ৪ জন। এদের সকলকেই হবিগঞ্জ সদও আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থা আশংকাজনক।
×