ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাসে ইডেন কলেজ ছাত্রীকে যৌন হয়রানি

প্রকাশিত: ০৮:২৫, ১৯ এপ্রিল ২০১৬

বাসে ইডেন কলেজ ছাত্রীকে যৌন হয়রানি

বিডিনিউজ ॥ নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে বাসের সুপারভাইজারের হাতে ইডেন কলেজের এক ছাত্রী যৌন হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মাস্টার্সের ওই শিক্ষার্থী জানিয়েছেন, বিষয়টি একুশে এক্সপ্রেস নামে ওই পরিবহন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা ব্যবস্থা নিতে ‘গড়িমসি’ করছেন। তিনি বলেন, শনিবার বেলা পৌনে তিনটার দিকে সোনাপুর থেকে বাসে ওঠেন তিনি। তবে বাসটি সায়েদাবাদে পৌঁছার পর অনেক যাত্রী সেখানে নেমে যান। আমার সিট ছিল পেছনের দিকে। বাস ফাঁকা পেয়ে সুপারভাইজার আমার কাছে এসে প্রথমেই জানতে চায়, আমার স্বামী আছে কিনা? তার প্রশ্ন থেকে বাঁচার জন্য বিবাহিত না হলেও আমি বলি, হ্যাঁ আছে। তারপর সে জানতে চায় ‘স্বামী কী করে?’, ‘কোথায় যাবেন?’, ‘একা কেন?’। এক পর্যায়ে সে আমার পাশে বসতে চাইলে আমি দৌড়ে সামনের দিকে চলে যাই। এ সময় সুপারভাইজার পেছন থেকে তাকে উদ্দেশ করে ‘বাজে’ মন্তব্য করতে থাকে বলেও অভিযোগ করেন ওই ছাত্রী। তিনি জানান, বাসটি শাহবাগ মোড়ে পৌঁছলে তিনি বাস থেকে দ্রুত নেমে পড়েন। এদিকে বিডিনিউজ থেকে একুশে এক্সপ্রেসের সোনাপুর জিরো পয়েন্ট কাউন্টারে যোগাযোগ করা হলে সেখানকার ব্যবস্থাপক জানান, ওই সময়ে ছেড়ে যাওয়া গাড়ির নম্বর ঢাকা মেট্রো-ব-১৪-৯২৮২ এবং সুপারভাইজারের নাম মনির। ওই ছাত্রীর বন্ধু পিন্টু রঞ্জন দাস বলেন, ‘ঘটনা জানার পর আমরা রবিবার একুশে এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন ফরহাদকে বিষয়টি জানাই। এ সময় তিনি সুপারভাইজারকে চাকরিচ্যুত করে পুলিশে সোপর্দ করার আশ্বাস দেন। সোমবার অগ্রগতি জানতে চাইলে তিনি বলেন, ‘যা ব্যবস্থা নেয়ার আমি নিয়ে নিয়েছি; তাকে চাকরিচ্যুত করা হয়েছে’। তবে চাকরিচ্যুত করার প্রমাণ দেখাতে বললে তিনি অপারগতা প্রকাশ করেন।” বিডিনিউজের পক্ষ থেকে এ বিষয়ে যোগাযোগ করা হলে একুশে এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক শামসুদ্দিন ফরহাদ যৌন হয়রানির অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। তিনি দাবি করেন, তাদের পক্ষ থেকে ওই সুপারভাইজারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
×