ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুরু হচ্ছে ‘বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচী ২০১৬’

প্রকাশিত: ০৭:০৯, ১৯ এপ্রিল ২০১৬

শুরু হচ্ছে ‘বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচী ২০১৬’

স্টাফ রিপোর্টার ॥ ‘বিশ্ব চলচ্চিত্র অনুধাবন কর্মসূচী ২০১৬’ শুরু হচ্ছে আগামী ৭ মে। এটি মূলত বছরব্যাপী চলচ্চিত্র বিষয়ক পঠনপাঠন, চর্চা এবং বিশ্লেষণমুখী শিক্ষা কর্মসূচী। বিশ্বের শ্রেষ্ঠ চলচ্চিত্রসমূহ দেখা এবং পড়ার মধ্য দিয়ে একজন চলচ্চিত্রপ্রেমীর জন্য বিশ্বচলচ্চিত্র-সংস্কৃতির নানা গতিমুখ আবিষ্কারের সৃজনশীল প্রয়াস। এতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির আয়োজনে বছরব্যাপী বিশ্বের ৪২টি দেশের ১১০ জন চলচ্চিত্রকারের শ্রেষ্ঠ চলচ্চিত্রকর্ম প্রদর্শিত হবে। ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির সভাপতি বেলায়াত হোসেন মামুন জানান, চলচ্চিত্র দেখা ছাড়াও কর্মসূচীতে অংশগ্রহণকারীদের জন্য বছরে ৪টি বিষয়ভিত্তিক সেমিনার অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারীদের নিয়ে সাপ্তাহিক পাঠচক্র পরিচালিত হবে। চলচ্চিত্র সমালোচনা বিষয়ক পাঠ প্রদান করা হবে। অংশগ্রহণকারীদের নিয়মিত চলচ্চিত্র সমালোচনা লিখতে হবে। কর্মসূচীতে অংশগ্রহণকারীদের লেখা নিয়ে একটি পত্রিকা প্রকাশ করা হবে। বছরে পত্রিকার দুটি সংখ্যা প্রকাশিত হবে। ‘বিশ্বচলচ্চিত্র অনুধাবন কর্মসূচী ২০১৬’ সাফল্যের সঙ্গে সমাপ্তকারীদের বছর শেষে সনদপত্র প্রদান করা হবে। তিনি বলেন, বছরব্যাপী এই কর্মসূচীর পরিকল্পনা ও পরিচালনা করছি আমি, নিজে। কর্মসূচীর মেয়াদ ১ বছর। মার্চ ২০১৬ থেকে মার্চ ২০১৭ পর্যন্ত কর্মসূচীর প্রতি সপ্তাহের দুই দিন শুক্র ও শনিবার। শুক্রবার বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৬টায় এবং শনিবার সন্ধ্যা ৬টায় চলচ্চিত্র প্রদর্শিত হবে। এ কর্মসূচীতে অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ তারিখ ৫ মে। কর্মসূচীতে নিবন্ধনের জন্য যোগাযোগ : (প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ৮টা) কক্ষ নং ৭০১ (লিফটের ৬), জাতীয় নাট্যশালা, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সেগুনবাগিচা, ঢাকা।
×