ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অহনার ‘ঘাটের কথা’

প্রকাশিত: ০৭:০৭, ১৯ এপ্রিল ২০১৬

অহনার ‘ঘাটের কথা’

স্টাফ রিপোর্টার ॥ অসংখ্য নাটকে অভিনয় করে জনপ্রিয় হয়ে উঠেছেন এই সময়ের মেধাবী মুখ অহনা। নতুন নতুন নাটকে অভিনয় করছেন। অহনা অভিনীত নাটকগুলো প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল বুধবার থেকে বিটিভিতে প্রচার শুরু হচ্ছে অহনা অভিনীথ নতুন ধারাবাহিক নাটক ‘ঘাটের কথা’। নাটকটি প্রতি বুধবার রাত ৯টায় প্রচার হবে বলে জানা গেছে। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন দেশবরেণ্য অভিনেতা ও নির্দেশক মাসুম আজিজ। অহনা ছাড়াও নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন-মাসুম আজিজ, ডলি জহুর, শহিদ আলমগীর, সমু চৌধুরী, মুক্তি, আরফান, জয়রাজ, সাবিহা প্রমুখ। নাটক প্রসঙ্গে পরিচালক মাসুম আজিজ বলেন, নাটকের কাহিনী গড়ে উঠেছে বাংলাদেশের একটি স্থানকে ঘিরে। যেখানে বর্তমানে সেতু হয়েছে, গতি বেড়েছে মানুষের-অথচ কেবল কয়দিন আগেই এই জায়গাটিতে ছিল খেয়া পারাপারের ঘাট। ঘাটের সঙ্গেই জড়িয়ে ছিল শত মানুষের কষ্ট-আনন্দ আর সুখ-দুঃখের গল্প। সংসার গড়া সংসার ভাঙ্গা আর কত আনন্দ বিচ্ছেদ। প্রেম ছিল- ছিল সংঘাত। সব মিলে একটি ঘাটে ঘটে যাওয়া মানুষের সংগ্রামের গল্প-ঘাটের কথা। নির্মাতা মাসুম আজিজ আরও বলেন, নাটকের গল্প আমার অভিজ্ঞতারই চলচ্চিত্র। চরিত্র-স্থান-কাল আর গল্পের বাস্তবতা সবই ঘটে যাওয়া সত্য ঘটনা। নাটকের প্রয়োজনে খানিকটা শিল্পের মিশেল মাত্র। তিরিশ বছর আগে ঠিক এমনই একটি ঘাটে ঘটে যাওয়া অনেক ঘটনার আংশিক নাট্যরূপ ‘ঘাটের কথা’। আশা করছি দর্শকের ভাল লাগবে-অতীতের সঙ্গে বর্তমানকে মিলিয়ে ভাবনাগুলোকে দর্শক ঝালাই করে নিতে পারবেন নিজেদের মতো করে।
×