ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় বাসন্তী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা

প্রকাশিত: ০৬:৫৯, ১৯ এপ্রিল ২০১৬

সাতক্ষীরায় বাসন্তী পূজার সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ বাসন্তী পূজা উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা হয়েছে। বাধা দেয়ায় পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদকসহ ১০ স্বেচ্ছাসেবককে পিটিয়ে জখম করা হয়। দ্বিতীয় দফায় মঞ্চের তিনটি মাইক, চারটি সাউন্ডবক্স ও ১৫টি টিউবলাইট ভাঙচুরের পর কালীপ্রতিমা ভাঙচুর করা হয়। দেবহাটার টিকেট মায়ের বাড়িতে রবিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত দু’দফায় এই হামলার ঘটনা ঘটে। দেবহাটা থানার উপ-পরিদর্শক মাসুদ কালীপ্রতিমা, লাইট ও মাইক ভাঙচুরের কথা নিশ্চিত করে সোমবার সন্ধ্যায় বলেন, রবিবার রাতে হামলাকারীদের বাড়ি বাড়ি তল্লাশি চালানো হয়। তবে কেউ গ্রেফতার হয়নি। দেবহাটা উপজেলার টিকেট মায়ের বাড়ি বাসন্তী পূজা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ ম-ল জানান, ৬৫ বছর ধরে এ মন্দিরে দুর্গা, বাসন্তী ও কালীপূজা হয়ে আসছে। মঙ্গলবার রাতে এ মন্দিরে সার্বজনীন কালীপূজা অনুষ্ঠিত হওয়ার পরদিন থেকে একই মন্দিরে বাসন্তী পূজা শুরু হয়। রবিবার সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হলে রাত ১০টার দিকে টিকেট গ্রামের কিছু উচ্ছৃঙ্খল যুবক মঞ্চে ওঠার চেষ্টা করে। ট্রেনে কাটা পড়ে মা-ছেলেসহ নিহত তিন নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১৮ এপ্রিল ॥ মধুখালীতে ট্রেনের নিচে কাটা পড়ে শিশু সোয়াইব (৯) নিহত ও পাঁচজন আহত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে কালুখালি-ভাটিয়াপাড়া রেলপথের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া রেলগেট এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সোয়াইব নওপাড়া ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামের সাজ্জাদ খানের ছেলে। আহতরা হলেন- নাছির ইতুল, ফাহিম, রনি শেখ, আতর আলী মল্লিক। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ইতুল ও ফাহিমকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থনান্তর করা হয়েছে। স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। নিহতরা হলো কসবার সোনাগাঁও গ্রামের প্রবাসী কবির মিয়ার স্ত্রী রিনা বেগম (৩০) ও তার ছেলে জিলান মিয়া (৭) এবং আখাউড়ার রৌশনা বেগম (৩৫)। রেলওয়ে পুলিশ জানায়, কাউতলী এলাকায় ট্রেনে কাটা পড়ে রিনা ও তার ছেলের মৃত্যু হয়। এদিকে আখাউড়ায় মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ রৌশনারা বেগমের (৩৫) মৃত্যু হয়েছে। নিহত রৌশনারা দূর্জয়নগর গ্রামের আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী। জেলা ঘোষণার দাবিতে মহাসমাবেশ স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বিরামপুর উপজেলাকে ‘জেলা’ ঘোষণার দাবিতে সোমবার সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদের আয়োজনে দিনাজপুর দক্ষিণাঞ্চলের ৬ উপজেলার মানুষ মহাসমাবেশ করেছে। দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর ঢাকা মোড়ে অনুষ্ঠিত মহাসমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত পেশাজীবী ঐক্য পরিষদের আহ্বায়ক রফিকুল ইসলাম সরকার। মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন বিরামপুর পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল। বক্তব্য রাখেন হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, দিনাজপুর জেলা যুবলীগ সভাপতি এ্যাডভোকেট দেলোয়ার হোসেন, ঢাকাস্থ দিনাজপুর দক্ষিণ অঞ্চল উন্নয়ন ফোরাম সম্পাদক লায়ন মোজাম্মেল হক, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সায়েম সবুজ, প্রবীণ আইনজীবী এ্যাডভোকেট মওলা বক্স, রহুল আমিন সরদার, সাইফুল ইসলাম, উপজেলা ন্যাপ সভাপতি আঃ আজিজ সরকার, উপজেলা জাসদ সভাপতি শাহ আলম বিশ্বাস প্রমুখ।
×