ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত: ০৭:৫৭, ১৮ এপ্রিল ২০১৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় ট্রাক চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। নীলক্ষেত এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক হোটেলের কিশোর বয়ের মৃত্যু হয়েছে। উত্তরায় বিপুল পরিমাণ জালনোট ও মাদকদ্রব্যসহ দুই অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাজধানীর ধানম-িতে ট্রাকচাপায় সারোয়ার শেখ (৩৮) নামে এক ট্রাক চালকের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম শামছুদ্দিন। গ্রামের বাড়ি রাজবাড়ী জেলার গোয়ালন্দে। এদিকে একই দিন রাজধানীর মতিঝিলে চলন্ত বাস থেকে পড়ে মোঃ কালাম মিয়া (৩৫) নামে এক হেলপারের মৃত্যু হয়েছে। নিহতের বাবার নাম সিদ্দিক তালুকদার। গ্রামের বাড়ি বিক্রমপুর-মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার সিদ্দিক তালুকদারের ছেলে। তিনি নারায়ণগঞ্জে থাকতেন। গুলিস্তান থেকে নারায়ণগঞ্জেরুরুটের পরিবহন বন্ধনে হেলপারের কাজ করতেন। অন্যদিকে এদিন সকালে রাজধানীর দক্ষিণখানে ট্রাকচাপায় তাইজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের বাবার নাম মৃত তরিকুল্লাহ। গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন রাজাপুর গ্রামে। তিনি দক্ষিণখান থানাধীন ২০৫ নম্বর জলিলের বাড়ির কেয়ারটেকার হিসেবে কর্মরত ছিলেন। বিদ্যুতস্পৃষ্ট হয়ে হোটেল বয়ের মৃত্যু ॥ রাজধানীর নীলক্ষেত এলাকায় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মামা হোটেলের বয় আজাহার (১৫) মারা গেছে। মুমুর্ষূ অবস্থায় উদ্ধার করে শনিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আজাহারের বাড়ি বাহ্মণবাড়িয়া জেলায়। জাল নোট ও মাদকদ্রব্যসহ দুজন গ্রেফতার ॥ রাজধানীর উত্তরায় পৃথক ঘটনায় বিপুল পরিমাণ জাল নোট ও মাদক দ্রব্যসহ দুই অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে হাবিব (২৮) ও মুরাদ হোসেন (১৯)।
×