ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার শ্রমিকদের মজুরি ও অধিকার নিশ্চিত করেছে ॥ বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ০৪:২৪, ১৮ এপ্রিল ২০১৬

সরকার শ্রমিকদের মজুরি ও অধিকার নিশ্চিত  করেছে ॥ বাণিজ্যমন্ত্রী

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকার শ্রমিকদের প্রতি সহানুভূতিশীল। বাংলাদেশে শ্রমিকরা পূর্ণ অধিকার ভোগ করছে। বাংলাদেশের সংবিধানে শ্রমিকদের অধিকার সুরক্ষিত করা হয়েছে। বর্তমান সরকার শ্রমিকদের উপযুক্ত মজুরি ও অধিকার নিশ্চিত করেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে রবিবার বাংলাদেশে সফররত জাতিসংঘে কেনিয়ার প্রতিনিধি মিনিস্টার কাউন্সিলর, লেবার মিসেস এলিজাবেথ ফেইথ অনুকোর নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, শ্রমিক ও কারখানার মালিকদের নিয়ে সরকার শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় শ্রম আইন সংশোধন করেছে। বর্তমানে শ্রমিক ও কারখানার মালিকদের মধ্যে সম্পর্ক বেশ ভাল। শান্তিপূর্ণ পরিবেশে কারখানায় উৎপাদন কাজ চলছে। ইতোমধ্যে দেশের তৈরি পোশাক কারখানাগুলোকে কমপ্লায়েন্স (শর্ত পরিপালন) করা হয়েছে। ত্রুটিপূর্ণ কারখানাগুলো বন্ধ করে দেয়া হয়েছে। কারখানাগুলোর বিল্ডিং সেফটি, ফায়ার সেফটিসহ শ্রমিকদের জন্য কর্মবান্ধব পরিবেশ নিশ্চিত করা হয়েছে। অপ্রত্যাশিত রানা প্লাজা দুর্ঘটনার পর দেশে আর কোন বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি। কারখানা ভবনের সমস্যাগুলো সমাধান করা হয়েছে। দেশে এখন আন্তর্জাতিক মানের গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে উঠছে। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব শওকত হোসেন ওয়ারেছিসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
×