ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ভাল কাজের দায়িত্ব বেড়ে গেছে ॥ বেলাল খান

প্রকাশিত: ০৩:৪৭, ১৭ এপ্রিল ২০১৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়ায় ভাল কাজের দায়িত্ব বেড়ে গেছে ॥ বেলাল খান

বেলাল খান। তরুণ শিল্পী ও সঙ্গীত পরিচালক। সুরেলা কন্ঠের কারণে ইতোমধ্যে জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি তিনি নিয়মিত সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করছেন।মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ চলচ্চিত্রে মমতাজের কন্ঠের একটি গানের সুর করার জন্যসেরা সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। বৈশাখ উপলক্ষে বাজারে এসেছে তার সঙ্গীত পরিচালনায় নতুন এ্যালবাম বেলাল খান ফিচারিং ঐশির ‘মায়া’। সাম্প্রতিক সময়ে তাঁর ব্যস্ততা ও অন্যান্য কাজ নিয়ে তার সঙ্গে কথা হয়। এই বয়সেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অনুভূতি কেমন? বেলাল খান : অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। কারণ বেশ অল্পসময়ের মধ্যে এতবড় স্বীকৃতি পেলাম। এ প্রাপ্তির ফলে ভাল কাজের দায়িত্ব আরও বেড়ে গেল। এই উৎসাহ নিয়ে সঙ্গীতাঙ্গনে আরও ভাল ভাল কাজ উপহার দিতে চাই। বর্তমানে কি নিয়ে ব্যস্ত আছেন? বেলাল খান : এখন নিয়মিতভাবে চলচ্চিত্রে প্লেব্যাক করছি। চলচ্চিত্রের গানের পাশাপাশি বিজ্ঞাপনে কাজ করছি। এছাড়া বর্তমানে স্টেজ, টিভি লাইভ শো নিয়ে ব্যস্ত সময় পার করছি। নতুন এ্যালবামের কাজতো আছেই। এখনকার শিল্পীরা একই ধরনের গান করেন বলে অভিযোগ রয়েছে, আপনার বক্তব্য কি? বেলাল খান : আসলে সবাই একই রকম কাজ করছে ঠিক তা নয়। এর মধ্যে অনেকেই ভাল কাজ করছে। গান ভাল না মন্দ হচ্ছে আসলে এটার জন্য আমাদের আরও বেশি বেশি গান শুনতে হবে। তবে আমি বলতে পারি আমার এ এ্যালবামে একটু অন্য রকম গান করার চেষ্টা করছি। যা শ্রোতাদের ভাল লাগবে আমার বিশ্বাস। আপনি গান করার পাশাপাশি সুরও করছেন? বেলাল খান : ছোটবেলা থেকেই আমার গান সুর করার প্রতি একটা ভাল লাগা ছিল। আমার জীবনের প্রথম গানটা ছিল আমার সুর করা। শ্রোতারা গানের সুরটা ভালভাবে নিয়েছিল এবং সে গানের জন্যই আমি আজকের বেলাল খান। আমি অনেক এ্যালবামের জন্য গানের নিয়মিতভাবে সুর করছি। আসলে আমি গান করার পাশাপাশি একজন সুরকার ও সঙ্গীত পরিচালনার কাজও করতে চাই। আপনার রিলিজ হওয়া এ্যালবামগুলো নিয়ে কিছু বলুন? বেলাল খান : লেজার ভিশনের ব্যানারে ‘আলাপন’ নামে আমার প্রথম সলো এ্যালবাম বাজারে আসে ২০১১ সালে। দ্বিতীয় সলো এ্যালবাম ‘আর একটি বার‘ গত ঈদে বাজারে আসে। প্রতিভাময়ী শিল্পী ঐশীর দ্বিতীয় সলো ‘মায়া’ এ্যালবামটি বৈশাখ উপলক্ষে সম্প্রতি বাজারে এসেছে। এছাড়া আমার অনেক মিক্সড এ্যালবাম বাজারে আছে। চলচ্চিত্রের কাজ নিয়ে কিছু বলেন? বেলাল খান : আমি প্রথম প্লেব্যাক করেছি ‘পাগল তোর জন্য রে’ চলচ্চিত্রে। সম্প্রতি ‘অচেনা হৃদয়’ ‘প্রেমে সত্য প্রেমেই মিথ্যা’ আরও কিছু নতুন চলচ্চিত্রে কাজ করছি। তবে এখন নিয়মিতভাবে প্লেব্যাক করছি। এর মধ্যে ‘গেম রিটার্নস’ মাসুদ পথিকের ‘মায়া’ চলচ্চিত্রের জন্য গান করছি। আরও বেশ কিছু চলচ্চিত্রের কাজ হাতে রয়েছে। কোন্ মাধ্যমে কাজ করতে স্বাচ্ছন্দবোধ করেন? বেলাল খান : একজন সঙ্গীতশিল্পী হিসেবে সব মাধ্যমেই কাজ করতে ভাল লাগে। তবে আমি বলব আমার এক মাধ্যমের চেয়ে অন্য মাধ্যমে একটু আলাদা লাগে।বিশেষ করে অডিও এ্যালবামে একটু নিজের মতো করে সময় নিয়ে করা যায়। স্টেজে দর্শকদের অনুভূতি সরাসরি বোঝা যায়। তবে চলচ্চিত্রে কাজ করতে আমার বেশি ভাল লাগে কারণ এখানে কাজটা করতে হয় অনুভূতির ওপর। সব মিলে সঙ্গীতের যে কোন কাজ আমি সবসময় উপভোগ করি -সাজু আহমেদ
×