ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেয়র মান্নান ৭ নেতাকর্মীসহ ফের গ্রেফতার

প্রকাশিত: ০৮:১৮, ১৬ এপ্রিল ২০১৬

মেয়র মান্নান ৭ নেতাকর্মীসহ ফের গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৫ এপ্রিল ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নানকে ফের গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গী আরও ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শুক্রবার তাকে কালিয়াকৈরের ভান্নারা এলাকা থেকে গ্রেফতার করা হয়। মান্নানের বিরুদ্ধে পুরনো একটি নাশকতার মামলা ছাড়াও শুক্রবার রাতে চান্দনা-চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী একটি বাসে পেট্রোল দিয়ে অগ্নিসংযোগের অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে বলে পুলিশ জানিয়েছে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, নাশকতার মামলায় অধ্যাপক এমএ মান্নানকে কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকা থেকে রাত ১০টার দিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রাত ১১টার দিকে তাকে জয়দেবপুর থানায় নেয়া হয়। তাকে জয়দেবপুর থানার নাশকতার একটি পুরনো মামলায় গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও শুক্রবার রাতে চান্দনা-চৌরাস্তা এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে যোগসাজশ রয়েছে বলে তার (অধ্যাপক মান্নানের) বিরুদ্ধে অভিযোগ রয়েছে। মান্নানের সঙ্গে তার সঙ্গী আরও ৭ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, রাত ৯টার দিকে যাত্রী ওঠানামা করানোর জন্য চান্দনা-চৌরাস্তা এলাকায় দাঁড়িয়ে থাকা কালিয়াকৈর-গাজীপুর রুটে চলাচলকারী কেপি পরিবহনের যাত্রীবাহী একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের কর্মীরা প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে বাসটি আসনগুলো পুড়ে গেছে।
×