ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইলিশের দাম কমেছে, বেড়েছে পেঁয়াজের

প্রকাশিত: ০৭:৫৬, ১৬ এপ্রিল ২০১৬

ইলিশের দাম কমেছে, বেড়েছে পেঁয়াজের

অর্থনৈতিক রিপোর্টার ॥ নগরবাসী পান্তা-ইলিশ থেকে মুখ ফিরিয়ে নেয়ায় লোকসান দিল মাছ বিক্রেতারা। বেশি দামে ইলিশ কিনে কমদামে বেচে ‘ধরা’ খেলেন তারা। পহেলা বৈশাখের একদিন পর সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও অপেক্ষাকৃত কমদামে বিক্রি হয়েছে ইলিশ মাছ। রাজধানীর বাজারগুলোতে পাওয়া যাচ্ছে মজুতকৃত হিমায়িত ইলিশ। চাহিদা কম থাকায় দামও আরেক দফা কমেছে ইলিশের। মাছ বিক্রেতারা বলছেন, নববর্ষের আগে যে দামে বিক্রি হয়েছে তার অর্ধেক দামও এখন পাওয়া যাচ্ছে না। পুরনো ঢাকার কাপ্তান বাজারে প্রতিটি ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১২শ’ টাকা। যা দুদিন আগেও এই বাজারে বিক্রি হয়েছে আড়াই থেকে তিন হাজার টাকায়। কাওরানবাজারে আধা কেজির কাছাকাছি ইলিশগুলো ৩৫০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি করতে চাচ্ছিলেন দোকানিরা। তারপরেও ক্রেতাদের তেমন সাড়া পাচ্ছিলেন না তারা। এদিকে সবজির দাম কমলেও আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে ডাল। পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। চাল, চিনি, আটা ও ভোজ্যতেলের দাম অপরিবর্তিত রয়েছে। স্থিতিশীল রয়েছে আলু, রসুন এবং আদার দামও। বিক্রেতারা জানান, আমদানি কমে যাওয়ায় ও চাহিদা বেড়ে যাওয়ায় ফার্মের মুরগির দাম বেড়েছে। এদিকে গত সপ্তাহের থেকে কেজিপ্রতি ৫ টাকা কমে বিক্রি হচ্ছে সবজি। শিম ৪৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, করলা ৪০ টাকা, পটল ৪০ টাকা, শসা ৪০ টাকা, সবধরনের শাক ২০ টাকা, মিষ্টি কুমড়া (প্রতিফালি) ২০ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচামরিচ ৬০ টাকা, ধনেপাতা ১০০ টাকা, পেঁপে ৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
×