ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাঙালীর উৎসবে কেনাকাটার ধুম

প্রকাশিত: ০৪:০৩, ১৩ এপ্রিল ২০১৬

বাঙালীর উৎসবে কেনাকাটার ধুম

মামুন-অর-রশিদ, রাজশাহী ॥ খরতাপে উত্তপ্ত প্রকৃতিতে নতুন সূর্যালোকে নতুন বছরের দিন শুরু হবে। বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বরণ করতে তাই রাজশাহীতে চলছে নানা আয়োজন। বৈশাখে বর্ণিল আয়োজনে উৎসব প্রিয় বাঙালীর যেন ইচ্ছের শেষ নেই। রাজশাহী অঞ্চলেও সবখানে চলছে বর্ণিল বর্ষবরণের বহুমাত্রিক আয়োজন। সর্বজনীন এ উৎসবকে ঘিরে বিপনি বিতানে যেমন শুরু হয়েছে কেনাকাটার ধুম তেমনি গ্রামের ঘরে ঘরে ও পাড়া-মহল্লার ছোট ছোট দোকানপাট ও দর্জিপাড়ায় লেগেছে বৈশাখ বরণের প্রস্তুতি। নতুন নতুন জামা কাপড় তৈরির হিড়িক সবখানে। মার্কেটে বিপণি বিতানে কেনাকাটার ধুম। বাংলার ঐতিহ্যকে ধারণ করে পোশাকে বসানো হচ্ছে গ্রামীণ ছাপ। বাঙালীর চিরাচরিত এই উৎসব উদযাপন করতে কেনাকাটায় শেষপর্যন্ত এক দোকান থেকে অন্য দোকানে ছুটে চলেছেন ক্রেতারা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সাধ্যমতো কেনাকাটায় মেতেছেন বাঙালী কিশোর-কিশোরী, শিশু ও গৃহবধূসহ আবালবৃদ্ধ। রাজশাহী নগরীর সাহেব বাজার, আরডিএ মার্কেট, নিউমার্কেট ও অন্যান্য বিপণি বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্যকরা গেছে। মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খরতাপ উপেক্ষা করে দেখা গেছে কোনাকাটার ধুম। সন্ধ্যার পর সাহেব বাজারে ক্রেতার উপচেপড়া ভিড়ে পা রাখার জায়গা থাকছে না। ব্যবসায়ীরা জানান, বৈশাখী বেচাকেনা শুরু হয়েছে এপ্রিলের শুরু থেকেই। গত শুক্রবার থেকে বিক্রি বেড়েছে। নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা জানান, বৈশাখ উপলক্ষে দোকানে বিভিন্ন ধরনে পোশাক আয়োজন করা হয়েছে। নগরীর ভাটাপাড়া এলাকার টেলারিং দোকানের মালিক হাসান জানান, মানুষ বৈশাখী বাজার করছেন। নারীরা পোশাক বানাচ্ছেন। ব্যবসা মন্দ না। এখন রাত জেগেও কাজ করতে হচ্ছে। অনেকটা ঈদের সময়ের মতো। এদিকে বৈশাখ উপলক্ষে রাজশাহী বিশ^বিদ্যালয়ের চারুকলা অনুষদ ও বিভিন্ন বিভাগে চলছে নানা আয়োজন। নগরের খাবার হোটেল রেস্তোরা ও বিনোদন কেন্দ্রগুলো সাজানো হচ্ছে বৈশাখের আবহে। সবখানে একটি উৎসব উৎসব ভাব পরিলক্ষিত হচ্ছে। গ্যাস পাইপে আগুনে দগ্ধ তিন নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ এপ্রিল ॥ আশুলিয়ায় তিতাস গ্যাস লাইনের একটি সঞ্চালন পাইপের লিকেজ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছে তিনজন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। দগ্ধরা হলো- আপন, আনোয়ারুল ও কামাল । জানা গেছে, সোমবার রাত দশটার দিকে আশুলিয়া থানার দোসাইদ এলাকার ‘সাঙ্গু টেক্সটাইল’-এর পাশে তিতাস গ্যাস লাইনের একটি সঞ্চালন পাইপের পুরাতন লিকেজ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলের পাশের একটি চায়ের দোকানে বসে থাকা তিনজন দগ্ধ হয়। তাদের উদ্ধার করে সাভার ল্যাব জোন হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে ওই এলাকায় তিতাস গ্যাস কোম্পানির সাভার অঞ্চলের ব্যবস্থাপক সত্যজিৎ ঘোষের উদ্যোগে দুই শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়।
×