ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইপিএল

দাপুটে জয়ে রঙিন অভিষেক গুজরাটের

প্রকাশিত: ০৮:০১, ১২ এপ্রিল ২০১৬

দাপুটে জয়ে রঙিন অভিষেক গুজরাটের

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) রঙিন অভিষেক হয়েছে নবাগত দল গুজরাট লায়ন্সের। সোমবার রাতে চলমান আসরে নিজেদের প্রথম ম্যাচে অভিষিক্ত গুজরাট সহজেই পাঁচ উইকেটে পরাজিত করে কিংস ইলেভেন পাঞ্জাবকে। চ-িগরের মোহালির পাঞ্জাব ক্রিকেট এ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে টস জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠান গুজরাট অধিনায়ক সুরেশ রায়না। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট পাঞ্জাব জড়ো করে ১৬১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে এ্যারন ফিঞ্চের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৭.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের বন্দরে (১৬২ রান) পৌঁছে যায় গুজরাট। ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করে পাঞ্জাব। উদ্বোধনী জুটিতে মুরলি বিজয় ও মানান বোহরা করেন ৭৮ রান। কিন্তু দলীয় ৯১ রানের মধ্যে দুই ওপেনার বিদায় নিলে রানের গতি শ্লথ হয়ে যায় ডেভিড মিলারের দলের। ডোয়াইন ব্রাভো ও রবীন্দ্র জাদেজার বোলিং তোপে ১৬১ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। পাঞ্জাবের মুরলি বিজয় সর্বোচ্চ ৪২ রান করেন। গুজরাটের ব্রাভো ২২ রানে ৪ ও জাদেজা ৩০ রানে ২ উইকেট লাভ করেন। এই ম্যাচ বল হাতে অনন্য কীর্তি গড়েন ব্রাভো। সবার আগে প্রথম বোলার হিসেবে টি২০-তে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। পাঞ্জাবের বিরুদ্ধে মাঠে নামার আগে ক্যারিবিয়ান অলরাউন্ডারের নামের পাশে ছিল ২৯৮ উইকেট। পাঞ্জাবের ইনিংসের ১২ নম্বর ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ও ডেভিড মিলারকে আউট করে ৩০০ উইকেট স্পর্শ করেন তিনি। এখানেই থেমে থাকেননি এই ওয়েস্ট ইন্ডিজ তারকা। শেষ ওভারে আরও দুই উইকেট নিয়ে উদ্যাপন করেন অনন্য কীর্তি। বর্তমানে ২৯২ ম্যাচে ব্রাভোর শিকার ৩০২ উইকেট। শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার কব্জায় ২৯৯ উইকেট। ব্যাটিংয়ে নেমে দলীয় ১ রানে ব্রেন্ডন ম্যাককুলামকে হারালেও ফিঞ্চ ও দীনেশ কার্তিকের দায়িত্বশীল ব্যাটিংয়ে সহজেই জয়ের স্বাদ পায় গুজরাট। ১৪ বল হাতে রেখে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান করে গুজরাট। ফিঞ্চ ৭৪ ও কার্তিক অপরাজিত ৪১ রান করেন। সংক্ষিপ্ত স্কোর ॥ পাঞ্জাব ১৬১/৬ (২০ ওভার); মুরলি ৪২, বোহরা ৩৮, স্টয়নিস ৩৩; ব্রাভো ৪/২২, জাদেজা ২/৩০ গুজরাট ১৬২/৫ (১৭.৪ ওভার); ফিঞ্চ ৭৪, কার্তিক ৪১, রায়না ২০; সন্দ্বীপ শর্মা ১/২১, স্টয়নিস ১/২৭ ফল ॥ গুজরাট পাঁচ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ এ্যারন ফিঞ্চ (গুজরাট)।
×