ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সঙ্কট সমাধানে ফের সংলাপে বসার আহ্বান ফখরুলের

প্রকাশিত: ০৭:৫০, ১২ এপ্রিল ২০১৬

সঙ্কট সমাধানে ফের সংলাপে বসার আহ্বান ফখরুলের

স্টাফ রিপোর্টার ॥ দেশের বিভিন্ন সঙ্কট সমাধানে আবারও সংলাপে বাসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি আওয়ামী লীগের দুঃশাসন থেকে উত্তরণে ভুলত্রুটি শুধরে দলে এবং দেশে সবাইকে ঐক্যবন্ধ হওয়ার আহ্বান জানান। বলেন, আমাদের ভুলত্রুটি আছে। এগুলোকে বড় করে না দেখে শুধরে নিয়ে গণতন্ত্রের জন্য সঠিক পথে এগোতে চাই তাহলে যেমন দলের মধ্যে ঐক্য দরকার, তেমনি গণতন্ত্রকে ফিরে পাবার জন্য জাতীয় ঐক্য তৈরি করতে হবে। সোমবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশনে আমার দেশ বন্ধ ও সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের ৩ বছর উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আ ফ ম ইউসূফ হায়দার, ডাঃ জাফর উল্লাহ চৌধুরী, ডাঃ জেড এম জাহিদ হোসেন, ইঞ্জিনিয়ার আ ন ম আখতার হোসেন, শিক্ষক নেতা অধ্যাপক সেলিম ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুব উল্লাহ, সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, কাদের গণি চৌধুরী, কবি আব্দুল হাই শিকদার প্রমুখ।
×