ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রবীণ সাংবাদিক অমিতাভ চৌধুরী আর নেই

প্রকাশিত: ০৭:৪৪, ১১ এপ্রিল ২০১৬

প্রবীণ সাংবাদিক অমিতাভ চৌধুরী আর নেই

ভারতের প্রবীণ সাংবাদিক অমিতাভ চৌধুরী (৮৮) শনিবার কলকাতার যোধপুর পার্কে নিজ বাড়িতে মারা গেছেন। কয়েক বছর আগে মস্তিষ্কে রক্তক্ষরণের পর থেকেই অসুস্থ ছিলেন তিনি। খবর টাইমস অব ইন্ডিয়ার। পঞ্চাশের দশকে দৈনিক যুগান্তরে শ্রীনিরপেক্ষ ছদ্মনামে ‘নেপথ্য-দর্শন’ কলাম লিখতেন অমিতাভ চৌধুরী। রাজনীতি, আমলাতন্ত্র ও দুর্নীতির ওপর তার ক্ষুরধার লেখাগুলো গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বিরাট ভূমিকা রেখেছিল। সাংবাদিকতায় অবদানের জন্য ১৯৬১ সালে ম্যাগসেসে এবং ১৯৮৩ সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন। তার জীবনের বড় একটা সময় ফিলিপিন্স ও হংকংয়ে কাটে। সাংবাদিকতা চর্চার প্রতিষ্ঠান ‘প্রেস ফাউন্ডেশন অব এশিয়া’ গড়ে তোলেন তিনি। গণমাধ্যম সংক্রান্ত বিষয়ক জাতিসংঘের উপদেষ্টা ছিলেন অমিতাভ চৌধুরী। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ‘দেশ’ পত্রিকার সম্পাদক ছিলেন তিনি।
×