ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজনীতিকে শুদ্ধ করার আহ্বান ও কাদেরের

প্রকাশিত: ০৭:৫৪, ১০ এপ্রিল ২০১৬

রাজনীতিকে শুদ্ধ করার আহ্বান ও কাদেরের

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতিমুক্ত থেকে সরকারী কর্মকর্তাদের কাজ করার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর বিয়াম মিলনায়তনে সড়ক পরিবহন মন্ত্রণালয় ও বিয়াম ফাউন্ডেশন আয়োজিত ‘জাতীয় শুদ্ধাচার কৌশল’ শীর্ষক কর্মশালায় এ আহ্বান জানান মন্ত্রী। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের বলেন, দুর্নীতিকে না বলুন, মনেপ্রাণে না বলুন। কোন দুর্নীতি গোপন থাকবে না, এটা না বলে নৈতিকতায় বলীয়ান হয়ে কাজ করুন। শুধু কথার কথা নয়। দুর্নীতিমুক্ত থেকে কাজ করার জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া জরুরী। শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন করতে হলে প্রত্যেককে আগে নিজেকে শুদ্ধ করে তারপর কর্মক্ষেত্রকে শুদ্ধ করার উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। সরকারী দফতরে দুর্নীতির কথা বলতে গিয়ে ফাইল আটকে থাকার বহুল আলোচিত প্রসঙ্গটি তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমি মন্ত্রী, আমি বুঝতে পারি কী কারণে ফাইল আটকে থাকে। প্রয়োজনীয় সময়ের অতিরিক্ত সময় ফাইল আটকে রাখা হয়। বলে দেয়া হয়, ওই সময় থেকে এই সময়, এত দিন লাগবে। এত দিন থেকে ১০ দিন কমানো যায় না? সরকারী কর্মকর্তাদের নির্দিষ্ট সময়ে অফিসে না আসা এবং অফিস সময়ের ব্যক্তিগত কাজে ব্যবহারের বিষয়টিও তোলেন মন্ত্রী।
×