ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড

প্রকাশিত: ০৭:৫৩, ১০ এপ্রিল ২০১৬

বিদ্যুত উৎপাদনে নতুন রেকর্ড

স্টাফ রিপোর্টার ॥ বিদ্যুত উৎপাদন আট হাজার ৩৪৮ মেগাওয়াটে উন্নীত করে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। শনিবার রাত ৯টায় এ পরিমাণ বিদ্যুত উৎপাদন হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী। এ সময় দেশের কোথাও লোডশেডিং ছিল না বলেও তিনি জানান। উল্লেখ্য, এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন হয়েছিল ২০১৫ সালের ১৩ আগস্ট ৮ হাজার ১৭৭ মেগাওয়াট। পিডিবির হিসাবে, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গত সাত বছরে বিদ্যুত উৎপাদন দ্বিগুণ হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে ২০০৮ সালে দেশে সর্বোচ্চ বিদ্যুত উৎপাদন হয়েছিল ৪ হাজার ৩৬ মেগাওয়াট।
×