ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রোবট আইনজীবী!

প্রকাশিত: ০৫:৫১, ১০ এপ্রিল ২০১৬

রোবট আইনজীবী!

আপনি নির্দোষ, কিন্তু ষড়যন্ত্রমূলক মামলায় ফেঁসে গেছেন। টাকার অভাবে মামলা লড়তে পারছেন না। চিন্তা নেই, এবার আপনার পক্ষে আদালতে লড়বে রোবট। হ্যাঁ, ব্রিটেনের ১৯ বছর বয়সী শৌখিন প্রযুক্তিবিদ জশু ব্রডার বিশ্বের প্রথম এমন এক রোবট তৈরি করেছেন যেটি বিনা পয়সায় আপনার পক্ষে আদালতে লড়তে সক্ষম। এটিকে বলা হচ্ছে রোবট আইনজীবী। জশুর মাথায় কিন্তু সহজে এই রোবট আইনজীবী তৈরির পরিকল্পনা আসেনি। প্রথমে বেআইনী পার্কিং, বিমান ও রেলের টিকেট নিয়ে নানা অনিয়মের বিষয়ে ভুক্তভোগীদের মতামত ও এসব বিষয়ে আইনী পরামর্শ নিয়ে একটি ওয়েবসাইট তৈরি করেন জশু। তার এই ওয়েবসাইট স্থানীয়ভাবে ব্যাপক জনপ্রিয়তা পায়। ‘ডোন্টপে’ নামের এই ওয়েবসাইটে দৈনিক শত শত অভিযোগ জমে। এর মাধ্যমে বিনা পয়সায় পরামর্শ পান মক্কেলরা। এর পর এই তরুণের মাথায় বুদ্ধি আসে রোবট আইনজীবী তৈরির। এর পর গত বছরের গ্রীষ্মের ছুটিতে রোবট আইনজীবী তৈরি প্রকল্প হাতে নেন এই ব্রিটিশ। অবশেষে সফল হন। এ বিষয়ে তাকে সহায়তা করেন তার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। জশু ব্রডার আবিষ্কৃত এই রোবট ইতোমধ্যে আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করে তার দক্ষতার পরিচয় দিয়েছে। এর পর গণমাধ্যমকে তিনি বলেন, ‘ডোন্টপে’ ওয়েবসাইটের ব্যাপক জনপ্রিয়তা আমাকে মুগ্ধ করে। এর পর আমি আরও নতুন কিছু আবিষ্কার নিয়ে ভাবতে থাকি। তিনি বলেন, এই রোবট সাধারণ আইনজীবীর মতোই সমস্যার সমাধান দিতে পারে। তবে প্রথমে রোবটটিকে আপনার সমস্যার কথা বলতে হবে। তার পর রোবটটি এ বিষয়ক সমাধান দেবে। তিনি বলেন, আমার রোবটটিকে পুরোপুরি কাজে লাগাতে পারলে অনেক শ্রম এবং অর্থ সাশ্রয় হবে। তবে এজন্য আরও অনেক নতুন প্রোগ্রাম এবং প্রযুক্তি সেট করতে হবে বলে জানান তিনি। -টেক ইনসাইডার ও অডিটি সেন্ট্রাল অবলম্বনে
×