ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাজারীবাগে আজ থেকে কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না

প্রকাশিত: ০৫:৪৬, ১০ এপ্রিল ২০১৬

 হাজারীবাগে আজ থেকে কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না

এম শাহজাহান ॥ আল্টিমেটাম অনুযায়ী হাজারীবাগে আজ রবিবার থেকে কাঁচা চামড়া ঢুকতে না দেয়ার সিদ্ধান্তে অনড় রয়েছে সরকার। আর প্রস্তুতি না থাকায় আবারও চিঠি দিয়ে সময় বাড়ানোর আবেদন করবে বাংলাদেশ ট্যানার্স এ্যাসো-সিয়েশন। গত কয়েক বছরে ৩০ বার আল্টিমেটাম দিয়েও ট্যানারি মালিকদের গড়িমসির কারণে সাভারে কারখানা স্থানান্তর সম্ভব হয়নি। তবে গত ৩ এপ্রিল সর্বশেষ সাত দিন সময় দিয়ে ট্যানারি সরানোর জন্য আবারও নির্দেশ দেয়া হয়। ওই সময়ের মধ্যে ট্যানারি না সরালে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়ে দেয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)। কিন্তু ট্যানারি মালিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারের বেঁধে দেয়া সময়ের মধ্যে কারখানা সরানো সম্ভব নয়। তাই আবারও শিল্প মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে সময় বাড়ানোর দাবি জানানো হবে। এর আগে আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ে বৈঠক করতে চান এ শিল্পের উদ্যোক্তারা। ইতোমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি দিয়ে বৈঠক করতে সময় চেয়েছে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস এ্যান্ড ফুটওয়্যার এ্যাক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)। এই বৈঠকে চামড়া সংশ্লিষ্ট অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এদিকে, সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারিগুলো দ্রুততম সময়ের মধ্যে স্থানান্তরে হাজারীবাগে আর কোন কাঁচা চামড়া ঢুকতে দেয়া হবে না। আর সময় বাড়ানোর ইচ্ছাও নেই বিসিকের। জানতে চাইলে এ প্রসঙ্গে সাভার চামড়া শিল্পনগরী প্রকল্পের পিডি (প্রজেক্ট ডিরেক্টর) আবদুল কাইয়ুম জনকণ্ঠকে বলেন, বিসিক সিদ্ধান্তে অনড় রয়েছে। আজকের পর থেকে হাজারীবাগে আর কোন চামড়া ঢুকতে দেয়া হবে না। তিনি বলেন, ট্যানারিগুলো সাভারে না আসায় শুধুমাত্র বর্জ্যরে অভাবে মডিউলগুলো চালানো যাচ্ছে না। অথচ বর্জ্য শোধনের জন্য ইতোমধ্যে দুটি মডিউল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একটি মডিউল চালাতে হলে অন্তত সাড়ে পাঁচ হাজার কিউরিক মিটার বর্জ্যরে প্রয়োজন। তিনি বলেন, টেকনোলজিটিই এ রকম যে, মডিউলগুলো একবার চালু করা হলে তা আর বন্ধ করার সুযোগ নেই। এছাড়া বর্জ্য সরানোর জন্য পাইপলাইনগুলো গত ২৯ মার্চ সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে। গ্যাস, বিদ্যুত, পানিসহ সরকার সব রকম সেবা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে। এখন ট্যানারি মালিকদের আসতে হবে। তিনি বলেন, সরকারের আল্টিমেটামের কারণে ইতোমধ্যে আটটি ট্যানারি বিদ্যুত সংযোগ নিয়েছে। নতুন করে আরও ১৩৮ জন্য বিদ্যুতের জন্য আবেদন করেছেন। এটি একটি ভাল দিক যে, তারা আসার জন্য তৈরি হচ্ছেন। জানা গেছে, সরকারের বেঁধে দেয়া সময় অনুযায়ী আজকের মধ্যে ট্যানারি সরানোর নির্দেশনা থাকলেও কোন প্রস্তুতি নেই মালিকদের। বরং তারা কাঁচা চামড়া না কেনার ঘোষণা দিতে পারেন। এই বাস্তবতায় সঙ্কট উত্তরণে ট্যানারি মালিকদের পক্ষ থেকে আজ সময় বাড়ানোর আবেদন করা হবে। এ প্রসঙ্গে বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শাহিন আহমেদ জনকণ্ঠকে বলেন, শিল্প খাতটি রক্ষায় আমাদের সময় বাড়ানোর আবেদন করা ছাড়া এ মুহূর্তে আর কিছু করার নেই। যদি হাজারীবাগে কাঁচা চামড়া ঢুকতে না দেয়া হয় তাহলে কেনাবেচা বন্ধ রাখতে হবে। তিনি বলেন, ক্রেতা দেশগুলো এই সঙ্কট বিবেচনায় নিয়ে অর্ডার বন্ধ করে দিয়েছে। তাই সবদিক বিবেচনায় নিয়ে এ্যাসোসিয়েশন সময় বাড়ানোর জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার পরই আবেদন করা হবে। আশা করছি, সময় বাড়িয়ে ট্যানারিগুলো সাভারে স্থানান্তরে সরকারী সহযোগিতা অব্যাহত রাখা হবে।
×