ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আইএস বিতাড়িত সিরীয় শহর আল-রাই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

প্রকাশিত: ০৩:৩২, ৯ এপ্রিল ২০১৬

আইএস বিতাড়িত  সিরীয় শহর  আল-রাই বিদ্রোহীদের নিয়ন্ত্রণে

ইসলামিক স্টেট (আইএস) জিহাদীদের হটিয়ে সিরিয়ার বিদ্রোহীরা দেশটির উত্তরাঞ্চলীয় আল-রাই শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। শহরটি সামরিক দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহরটির পতন বিদ্রোহীদের জন্য একটি বড় ধরনের সাফল্য। বিদ্রোহীরা বিভক্ত নগরী আলেপ্পোকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার জন্য জোর লড়াই চালিয়ে যাচ্ছে। খবর এএফপি’র। আল-রাই শহরটি তুরস্ক থেকে বিদ্রোহীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সবরবাহকারী রুট। কয়েক দিন ধরে চলা প্রচ- সংঘর্ষের পর শহরটির দখল নেয় বিদ্রোহীরা। সিরিয়ার সরকার জানিয়েছে, পৃথক এক ঘটনায় দামেস্কের কাছে একটি কারখানায় আইএস জিহাদীদের হামলার পর অন্তত ২শ’ লোক নিখোঁজ রয়েছে। কারখানার শ্রমিকদের একটি ডরমিটরি থেকে তাদের অপহরণ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। ডরমিটরিটি রাজধানী দামেস্ক থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বে দুমির শহরের উপকণ্ঠে অবস্থিত। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর কর্মীরা জানিয়েছে, প্রায় ১৪০ শ্রমিক পালিয়ে আসতে সক্ষম হয়েছে। কারখানার এক প্রশাসক বলেন, সোমবার আইএস-এর ওই হামলার পর থেকে কোন শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে দুমিরের আশপাশের এলাকাগুলোতে সরকারি বাহিনী ও আইএস জঙ্গীদের মধ্যে তুমুল সংঘর্ষ হচ্ছে।
×