ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মসূচী ঘোষণা

প্রকাশিত: ০৮:৩৭, ৮ এপ্রিল ২০১৬

পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির কর্মসূচী ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) অনুমোদন ছাড়াই সহায়ক বই প্রকাশের দাবি জানিয়েছেন পুস্তক প্রকাশকরা। শিক্ষা মন্ত্রনালয়ের প্রস্তাবিত শিক্ষা আইনের কিছু অংশের সংশোধনের দাবিতে বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। সংবাদ সম্মেলন থেকে শিক্ষা আইনের কয়েকটি ধারা ও উপধারা সংশোধনের দাবিতে কর্মসূচির ডাক দিয়েছেন প্রকাশক ও বিক্রেতারা। দাবি পুরনে আগামী ১০ ও ১৮ এপ্রিল সারাদেশের বইয়ের দোকান বন্ধ রেখে মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচি পালন করবেন তারা। লিখিত বক্তব্যে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সমিতির সভাপতি আলমগীর সিকদার লোটন। তিনি বলেন, প্রস্তাবিত শিক্ষা আইনে নোট ও গাইড বইয়ের যে সংজ্ঞা দেয়া আছে, সেটাও বাস্তবসম্মত নয়। এ জন্য নোট ও গাইড বইয়ের সংজ্ঞা এবং এর পরিপ্রেক্ষিতে শাস্তির যে ধারা আছে, তা বাতিল করতে হবে। তিনি অভিযোগ করেন যে, শিক্ষা আইনে বেশ কিছু ধারা-উপধারা রয়েছে যে গুলো বাস্তবায়িত হলে পুস্তক প্রকাশনাসহ, এর অনুষঙ্গ হিসেবে কাগজশিল্প, মদ্র্রণও বাঁধাইশিল্প চরম হুমকির মুখে পড়বে। প্রস্তাবিত আইনে পাঠ্য পুস্তক বোর্ডংশে একক প্রকাশনা প্রতিষ্ঠান এবং ক্ষেত্র বিশেষে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে বোর্ডকে শুধু কারিকুলাম প্রণয়ন ও গবেষণার কাজে নিয়োজিত রেখে বই প্রকাশের দায়িত্ব বেসরকারি প্রকাশকদের হাতে রাখাই যুক্তিযুক্ত।
×