ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বন্দুকযুদ্ধ

টাঙ্গাইলে ২ চরমপন্থী ও লক্ষ্মীপুরে জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত

প্রকাশিত: ০৫:৫৮, ৮ এপ্রিল ২০১৬

টাঙ্গাইলে ২ চরমপন্থী ও লক্ষ্মীপুরে জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ টাঙ্গাইলে বুধবার গভীর রাতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই চরমপন্থী নিহত হয়েছে। অন্যদিকে লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড কাউসার। এ ঘটনায় দু’জন পুলিশ আহত হয়। উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। খবর নিজস্ব সংবাদদাতার। টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের যুগনী হাটখোলায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা) চরমপন্থী দলের লিডার ফজলু ড্রাইভার (৪০) ও তার সহকারী উজ্জ্বল (৩৫) নিহত হয়েছে। এ সময় একটি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়েছে। বুধবার রাত একটায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাঙ্গাইল র‌্যাব-১২ এর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ছয় মামলার আসামি এবং এলাকার নিহত বিএনপি সমর্থিত সোলায়মান হোসেন জিসানের তৈরি জিসান বাহিনীর সেকেন্ড ইন কমান্ড আবু কাউসার (২৫) নিহত হয়েছে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করে। বন্দুকযুদ্ধে পুলিশের একজন উপ-পরিদর্শকসহ দুই কনস্টেবলও আহত হয়েছেন।
×