ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাঙ্গাইলে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

প্রকাশিত: ০৬:১৭, ৭ এপ্রিল ২০১৬

টাঙ্গাইলে অপহৃত স্কুলছাত্রী ঢাকায় উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥ টাঙ্গাইল থেকে অপহৃত স্কুলছাত্রী তিন মাস পর ঢাকা থেকে উদ্ধার ছাড়াও রাজধানীতে দুই জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে উত্তরখান থানার মাদারবাড়ির একটি বাসা থেকে মেয়েটিকে (১৫) উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআইর ঢাকা মহানগর অঞ্চলের প্রধান বিশেষ পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, উদ্ধারকালে বাসাটিতে কাউকে পাওয়া যায়নি। তিনি আরও জানান, গত ৬ জানুয়ারি বিকেলে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে একদল লোক মেয়েটিকে অপহরণ করে। অনেক খোঁজাখুঁজির পরেও না পেয়ে টাঙ্গাইল আদালতে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন মেয়েটির পিতা। পরে পিবিআই মামলার তদন্তের দায়িত্ব পেয়ে উদ্ধার অভিযানে নামে। অপহরণকারীদের নাম জানা গেছে। স্বল্প সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা সম্ভব হবে। এদিকে বুধবার দুপুর সাড়ে ১২টায় যাত্রাবাড়ী থানাধীন ধোলাইপাড়ের মুন্সীবাড়ি এলাকায় ছাদ থেকে পড়ে শাওন হোসেন জনি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শাওন ধোলাইপাড় এলাকার (মৃত) সালেহ আহমদের ছেলে ছিল। নিহতের ভাই সানি জানান, ধোলাইপাড়ে সাততলা একটি ভবনের ছয়তলায় ভাড়া থাকেন তারা। ঘটনার সময় অসাবধানতাবশত শাওন ছাদ থেকে পড়ে যায়। শাওন মাদকাসক্ত ছিল। এছাড়া বুধবার বেলা সাড়ে তিনটায় শাহআলী থানাধীন চটবাড়ি বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত (৬৫) এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
×