ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের সবচেয়ে পাতলা লেপটপ নিয়ে এল এইচপি

প্রকাশিত: ২১:৫২, ৬ এপ্রিল ২০১৬

বিশ্বের সবচেয়ে পাতলা লেপটপ নিয়ে এল এইচপি

অর্থনৈতিক রিপোর্টার॥ প্রযুক্তি পণ্যে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করল এইচপি। এইচপির নতুন স্পেকচার মডেলের ল্যাপটপটি এখন বিশ্বের দৃষ্টিতে। কারণ এইচপির নতুন স্পেকচার ল্যাপটপটি বিশ্বের সবচেয়ে পাতলা ল্যাপটপ। একই সঙ্গে আধুনিক ফিচারেরও ল্যাপটপ। মাত্র ১০.৪মিমি পুরুত্বের অতি পাতলা এই ল্যাপটপ উন্মোচন করে প্রযুক্তি পণ্যের বিশ্বে নতুন চমক সৃষ্টি করেছে এইচপি। ‘এইচপি স্পেকচার’ নামক এই ল্যাপটপটিতে রয়েছে সর্বশেষ প্রযুক্তির আকর্ষণীয় সব ফিচার। ইন্টেলের ফুল-সাইজ কোর আই প্রসেসর চালিত এই ল্যাপটপটি ১৩.৩ স্ক্রিনের ফুল এইচডি আইপিএস ডিসপ্লের। স্ক্র্যাচ প্রতিরোধে স্ক্রিনে ব্যবহৃত হয়েছে এজ-টু-এজ কর্নিং গরিলা গ্লাস প্রযুক্তি। রয়েছে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম, ৫১২ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম, ইউএসবি টাইপ-সি পোর্ট, ইন্টেল কুলিং প্রযুক্তি যা গরম হওয়া থেকে নিরাপদ রাখবে ল্যাপটপটিকে, ৯ ঘণ্টা ৪৫ মিনিট পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ সুবিধা। বিশ্বের সবচেয়ে পাতলা এইচপি স্পেকচার ল্যাপটপটি ওজনেও বেশ হালকা, মাত্র ১.১ কেজি। ডিজাইনের দিক থেকেও এটি অনন্য। কপার ও গোল্ড- দুই ধরনের রঙে পাওয়া যাবে। যা ল্যাপটপটিকে তামা বা স্বর্ণখচিত রঙের মতো দামী হিসেবে উপস্থাপন করেছে। ল্যাপটপটি ইন্টেল কোর আই-৫ এবং ইন্টেল কোর আই-৭ দুইটি কনফিগারেশনে পাওয়া যাবে। নতুন স্পেকচার ল্যাপটপটি আগামী ২৫ এপ্রিল বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে এইচপি কর্তৃপক্ষ। কনফিগারেশন ভেদে দাম হতে পারে ১১৭০ মার্কিন ডলার (ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় প্রায় ৯১ হাজার টাকা) এবং ১২৫০ (ভ্যাট ও ট্যাক্স ছাড়া বাংলাদেশি টাকায় প্রায় ৯৮ হাজার টাকা) মার্কিন ডলার। ##
×