ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ভবনের ভিত্তিস্থাপন আজ

প্রকাশিত: ০৮:০৫, ৬ এপ্রিল ২০১৬

শেখ হাসিনা  ন্যাশনাল  ইনস্টিটিউট অব বার্ন  এ্যান্ড প্লাস্টিক সার্জারি  ভবনের ভিত্তিস্থাপন আজ

স্টাফ রিপোর্টার ॥ ‘শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি’ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে আজ বুধবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নির্মাণকাজের উদ্বোধন করবেন। রাজধানীর চানখাঁরপুলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন সচিবালয় রোডে ১ একর ৭৮ শতাংশ জায়গার ওপর ইনস্টিটিউটটি করার জন্য জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। ৫২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২০১৮ সালের ডিসেম্বেরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। মঙ্গলবার বিকেলে এই ইনস্টিটিউট নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের অগ্রগতি পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আজ বুধবার সকাল দশটায় স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে ইনস্টিটিউটটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, এমপি ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক, এমপি। স্বাগত বক্তব্য রাখবেন বার্ন ইউনিটসমূহের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন।
×