ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৪:০৬, ৬ এপ্রিল ২০১৬

নেত্রকোনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ৫ এপ্রিল ॥ নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার খাতা (উত্তরপত্র) জমা নেয়ার অভিযোগ এনে নেত্রকোনা সদরের আবু আব্বাছ ডিগ্রী কলেজ কেন্দ্রের কয়েক’শ এইচএসসি পরীক্ষার্থী মঙ্গলবার বিক্ষোভ করেছে। ওই পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিলসহ জেলা প্রশাসন, পুলিশ সুপার ও স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের কাছে গিয়ে এ ধরনের অভিযোগ করেছে। তবে কলেজটির অধ্যক্ষ দাবি করছেন, অসদুপায় অবলম্বনের সুযোগ না দেয়ায় পরীক্ষার্থীরা এ ধরনের মিথ্যা অভিযোগ করছে। জানা গেছে, আবু আব্বাছ ডিগ্রী কলেজ কেন্দ্রে নেত্রকোনা সরকারী কলেজ ও চন্দ্রনাথ কলেজের ১ হাজার ১৭৯ পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছে। মঙ্গলবার তাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর পরই তারা ‘নির্ধারিত সময়ের ১০-১৫ মিনিট আগেই খাতা টেনে নেয়ার অভিযোগ’ তোলে কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের মোক্তারপাড়া এলাকায় প্রেসক্লাবের সামনে আসে। সেখানে তাৎক্ষণিক সমাবেশে বক্তব্য রাখে মোঃ ওবায়দুল, বায়েজিদ, রিয়াজ, হারুন-অর- রশিদ, ফারুক মিয়াসহ আরও কয়েক পরীক্ষার্থী। খুলনা অঞ্চলে পাটকল শ্রমিক ধর্মঘট অব্যাহত স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ প্রদান, বকেয়া পাওনা পরিশোধ ও শতকরা ২০ ভাগ মহার্ঘভাতাসহ ৫ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকেরা অনির্দিষ্টকালের ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচী পালন করেছেন। মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা মহানগরীর নতুন রাস্তার মোড় ও আটরা শিল্পাঞ্চলে রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় অবরোধ স্থলের দুই দিকের সড়কে বহু যানবাহন আটকা পড়ে যায়। এছাড়া সকালে খুলনা রেল স্টেশন থেকে ঢাকা, বেনাপোলসহ অন্যান্য রুটের ৫টি ট্রেন গন্তব্যের উদ্দেশে ছেড়ে যেতে পারেনি। এতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হন। ধর্মঘটের পাশাপাশি মঙ্গলবার ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খালিশপুরের প্লাটিনাম, ক্রিসেন্ট, দিঘলিয়ার স্টার, আটরা শিল্প এলাকার আলীম, ইস্টার্ন, নওয়াপাড়া শিল্প এলাকার জেজেআই ও কার্পেটিং জুট মিলের প্রায় ৩৫ হাজার শ্রমিক অবরোধ কর্মসূচী পালন করেন। ঘোষিত কর্মসূচী অনুযায়ী অরও দুই দিন (৬ ও ৭ এপ্রিল) ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত অবরোধ কর্মসূচী পালন করা হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন। এদিকে মঙ্গলবার আটরা শিল্পাঞ্চলে অবরোধ চলাকালে ইস্টার্ন জুট মিলস সিবিএ সভাপতি মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক নেতা হাফিজুর রহমান ভুইয়া, পাটকল সংগ্রাম পরিষদের সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, শ্রমিক নেতা আব্দুস সালাম জমাদ্দার, আলিম জুট মিল হস্তান্তর প্রতিরোধ কমিটি আহ্বায়ক মোঃ আব্দুর রশিদ, কওছার আহম্মাদ প্রমুখ। বাকৃবির ভবনে তালা বাকৃবি সংবাদদাতা ॥ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নির্মাণাধীন হলে আসনের দাবিতে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে প্রথম বর্ষের প্রায় ৭০ জন ছাত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। জানা যায়, বিগত কয়েক বছর বিশ্ববিদ্যালয়ে ছাত্রী সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের মাত্র ৩টি হল থাকায় তীব্র আবাসন সঙ্কটের সৃষ্টি হয়েছে। ফলে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া সকল ছাত্রীর আবাসিক হলে ঠাঁই হয়নি। মহাবারুণী মেলা নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ৫ এপ্রিল ॥ হিন্দু সম্প্রদায়ের নিপীড়িত ও অবহেলিত মানুষের মুক্তির দূত আধ্যাত্মিক পুরুষ পূর্ণব্রহ্মা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২০৫তম জন্মোৎসব ও মহাবারুণীর স্নান উপলক্ষে হরিচাঁদ ঠাকুরের লীলাভূমি হিন্দু সম্প্রদায়ের তীর্থস্থান গোপালগঞ্জের শ্রীধাম ওড়াকান্দিতে শুরু হয়েছে তিন দিনব্যাপী মহাবারুণী মেলা। মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শ্রীধাম ওড়াকান্দির গদিনসীন ঠাকুর মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর কামনা সাগরে স্নান করে এ স্নানোৎসবের উদ্বোধন করেন।
×