ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘এক তারা’ নাটক নিয়ে ভারত যাচ্ছে অঙ্গীকার নাট্যদল

প্রকাশিত: ০৪:২২, ৫ এপ্রিল ২০১৬

‘এক তারা’ নাটক নিয়ে ভারত যাচ্ছে অঙ্গীকার নাট্যদল

স্টাফ রিপোর্টার ॥ নয়া দিল্লীর আন্তর্জাতিক বাংলা নাট্য উৎসবে মঞ্চস্থ হবে বাংলাদেশের তারুণ্যনির্ভর নাট্য সংগঠন অঙ্গীকার নাট্যদলের দর্শকনন্দিত প্রযোজনা নাটক ‘এক তারা’। আগামী ১৫ মার্চ সন্ধ্যায় ভারতে নাটকটি মঞ্চস্থ হবে। গ্রীন রুম থিয়েটারের আমন্ত্রণে নাটক মঞ্চায়নের লক্ষ্যে আগামী ১১ এপ্রিল অঙ্গীকারের ১৫ সদস্যের একটি দল দিল্লীর উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। দল সূত্রে জানা গেছে উৎসবের সেমিনারে বক্তব্য রাখবেন ‘এক তারা’ নাটকের নির্দেশক রাজীব রেজা। ভারতের সানন্দা পত্রিকার সাংবাদিক এবং অভিনেত্রী সূমনা কাঞ্জিলাল রচিত ‘এক তারা’ নাটকটি নির্দেশনা দিয়েছেন অঙ্গীকার নাট্যদলের সদস্য তরুণ নাট্যনির্দেশক রাজীব রেজা। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন- উপমা, রাজীব রেজা, রাত্রি, বুশরা, কবির, রূপক, রেহনুমা, সাইফ, আপন, রাজ, হৃদয়, সবুজ, রিয়া, মনিরা মনি, আইরিন শ্রাবণী, সঞ্চিতা, রাইমা, আলভী প্রমুখ। নাটকের আলোক নিয়ন্ত্রণ সরফরাজ, সঙ্গীত মজুমদার বাবু এবং কোরিওগ্রাফি শামীমা আক্তার মুক্তা। এদিকে ভারত যাওয়ার আগে আজ মঙ্গলবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল হলে ‘এক তারা’ নাটকটির একটি বিশেষ মঞ্চায়ন হবে। এটি হবে নাটকের ৪র্থ মঞ্চায়ন। নাটকের কাহিনী গড়ে উঠেছে আজ থেকে প্রায় এক শ’ বছর আগে নাট্যাঙ্গণের তারাময়ী নামে এক সুবিধাবঞ্চিত নারীশিল্পীর জীবন চরিত্রকে কেন্দ্র করে। যে শিল্পীর শৈশবে এক মাসীর কাছে বেড়ে ওঠা, যৌবনে কিছু বুঝে ওঠার আগেই শো-বিজ অঙ্গনে জড়িয়ে যায়। কিছু সুবিধাভোগী মানুষের কামনা-বাসনার শিকার হওয়া তার ওপর শারীরিক মানসিক নির্যাতন, তার চাওয়া-পাওয়া প্রেম এবং তাকে নিয়ে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের ভাবনাকে ঘিরেই গড়ে উঠেছে নাটকের কাহিনী। নাটকের গল্পে দেখা যায়Ñ সত্তর দশকের একটি বিখ্যাত পত্রিকার দুই রিপোর্টার বিশ শতকের শুরুর দিকে এক বিখ্যাত অভিনেত্রীর সাক্ষাতকার নিতে যায়। পতিতাপল্লী থেকে উঠে আসা সেই অভিনেত্রী তুলে ধরেন তার জীবনের একেকটি পাতা। যে পাতায় বেরিয়ে আসে তখনকার সমাজের সাম্রাজ্য, বারবণিতার জীবন, তার ওপর শারীরিক মানসিক অত্যাচার এবং তার প্রেম। অভিনেত্রী তারাময়ী কী করে অন্ধকার থেকে আলো এবং প্রচারের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আবার সেই অন্ধকারে হারিয়ে যায়Ñ নাটকে তাই তুলে ধরা হয়েছে।
×