ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াংখেড়ে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

প্রকাশিত: ০৭:৪০, ১৯ মার্চ ২০১৬

ওয়াংখেড়ে ইংল্যান্ডের অবিশ্বাস্য জয়

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রুদ্ধশ্বাস জয় পেয়েছে ইংল্যান্ড। শুক্রবার তারা ২ বল হাতে রেখে ২ উইকেটে হারিয়েছে প্রোটিয়াদের। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন প্রথমে ব্যাট করে ২৩০ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৯.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ইয়ন মরগানের দল। টস জিতে এদিন প্রথমে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। প্রোটিয়াদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ডি কক ও হাশিম আমলা। ম্যাচের শুরু থেকেই ঝড় তুলেন ডি কক ও আমলা। পাওয়ার প্লের ছয় ওভারেই প্রোটিয়াদের সংগ্রহ ৮৩ রান! মাত্র ২১ বলেই অর্ধশতকের দেখা পান ডি কক। ইনিংসের অষ্টম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৫২ রান করে বিদায় নেন ডি কক। মঈন আলীর বলে হেলসের হাতে ধরা পড়ার আগে তার ব্যাট থেকে ৭টি চারের পাশাপাশি মুম্বাইয়ের দর্শকরা দেখেছে তিনটি বিশাল ছক্কার মার। দলীয় ৯৬ রানে ভাঙে ওপেনিং জুটি। তিন নম্বরে নামা ভিলিয়ার্স আদিল রশিদের বলে ক্যাচ তুলে দেয়ার আগে ৮ বলে দুটি ছক্কায় ১৬ রান করেন। ২৫ বলে অর্ধশতকের দেখা পান হাশিম আমলাও। ইনিংসের ১২তম ওভারে এলবির ফাঁদে পড়েন আমলা। আউট হওয়ার আগে ৩১ বলে ৭টি চার আর তিনটি ছক্কায় আমলা করেন ৫৮ রান। ইনিংসের ১৬তম ওভারে সাজঘরে ফেরেন ১৭ বলে ১৭ রান করা ডু প্লেসিস। উইলির বলে মিড উইকেটে জ্যাসন রয়ের তালুবন্দী হন তিনি। ২৬ বলে অর্ধশতকের দেখা পান জেপি ডুমিনি। শেষ পর্যন্ত ২৮ বলে ৩টি চার আর ৩টি ছক্কায় ৫৪ রান করে অপরাজিত থাকেন তিনি। এছাড়া ১২ বলে দুটি করে চার ও ছক্কায় ২৮ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলারও। ডুমিনি আর মিলার ২৭ বলে ৬০ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন থাকেন। জবাবে জেসন রয় (৪৩) এবং জো রুটের (৮৩) ঝড়ো ইনিংসের সৌজন্যেই ৮ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করে ইংল্যান্ড। এছাড়া জো বাটলার ২১, এ্যালেক্স হেলেস ১৭ এবং বেন স্টোকস ১৫ রান করেন। দক্ষিণ আফ্রিকার কাইল এ্যাবোট ৩টি এবং রাবাদা ২টি করে উইকেট লাভ করেন। অসাধারণ ব্যাটিং করে দলকে জয় উপহার দেয়ায় ম্যাচ সেরা হন ইংল্যান্ডের জো রুট। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারায় এটাই ইংলিশদের প্রথম জয়। স্কোর ॥ দক্ষিণ আফ্রিকা ইনিংস- ২২৯/৪; ২০ ওভার (আমলা ৫৮, ডুমিনি ৫৪*, ডি কক ৫২; মঈন আলী ৩৪/২) ইংল্যান্ড ইনিংস-২৩০/৮; ১৯.৪ ওভার (রুট ৮৩, জেসন রয় ৪৩; এ্যাবোট ৪১/৩, রাবাদা ৫০/২) ফল ॥ ইংল্যান্ড ২ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ জো রুট (ইংল্যান্ড)।
×