ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সুমন্ত গুপ্তর আবৃত্তি এ্যালবাম ‘ভালোবাসা বায়বীয়’

প্রকাশিত: ০৬:২৭, ১৯ মার্চ ২০১৬

সুমন্ত গুপ্তর আবৃত্তি এ্যালবাম ‘ভালোবাসা বায়বীয়’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি আবৃত্তি মেলা থেকে প্রকাশ হয়েছে তরুণ বাচিকশিল্পী সুমন্ত গুপ্তর প্রথম একক আবৃত্তি এ্যালবাম ‘ভালোবাসা বায়বীয়’। এ্যালবামে শিল্পী বিখ্যাত ১৫ কবির মোট ১৫টি কবিতা আবৃত্তি করেছেন। এ্যালবামের অতিথি আবৃত্তিশিল্পী ফারহানা আক্তার মিষ্টি। এ্যালবামটি পরিচালনায় ছিলেন মাহিদুল ইসলাম। আবহ বিন্যাস মোঃ সেলিম, কারিগরি সহায়তায় ভয়েস ক্রিয়েটিভ জোন। এ্যালবামের প্রচ্ছদ করেছেন নাহিদ। এ্যালবামের কবিতাগুলো হলো- কবি শিহাব শাহরিয়ারের ‘দূরে ওড়ে শঙ্খচিল’, হুমায়ূন আজাদের ‘আমাকে ভালবাসার পর’, ফজল শাহাবুদ্দিনের ‘চৌপট্টি বীচে, সন্ধ্যালগ্নে’, মোফাজ্জল করিমের ‘বৃষ্টি মানে’, জাহিদ হায়দারের ‘জন্মান্ধের সৌন্দর্য বর্ণনা’, প্রেমেন্দ্র মিত্রের ‘ঝড় যেমন করে জানে অরণ্যকে’, আবু হেনা মোস্তফা কামালের ‘অন্তরঙ্গ গান’, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ‘নীলনিজর্ন’, আবু হাসান শাহরিয়ারের ‘নদীর পাশে একা’, রামচন্দ্র পালের ‘কৃষ্ণকলি ও শ্রাবণসখা’, জয় গোস্বামীর ‘হাঁস’, হেলাল হাফিজের ‘অচল প্রেমের পদ্য’, রাজলক্ষ্মী দেবীর ‘এখনকার কবিতা’, তারাপদ রায়ের ‘আমার ডুগডুগি’ এবং তাপস মজুমদারের ‘জনারণ্যে সীদ্ধার্থ গৌতম’। প্রসঙ্গত, সিলেটের সন্তান সুমন্ত গুপ্তর জন্ম ১৯৮৪ সালে। সিলেটের আঞ্চলিক সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত ছিলেন দীর্ঘদিন। এর মধ্যে সিলেট বেতার কেন্দ্রের ঘোষক হিসেবে কাজ করেছেন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য সংগঠন শ্রুতি সিলেটের অন্যতম প্রতিষ্ঠাতা সুমন শুদ্ধ ধারায় সাহিত্য ও সংস্কৃতিচর্চায় নিরলস কাজ করতে নিজেকে দক্ষ আবৃত্তিশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আবৃত্তিশিল্পকে গণমানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন।
×