ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরগুনায় মাজারে সিলিন্ডার বিস্ফোরণ ॥ গৃহবধূ নিহত, ৬ শিশু আহত

প্রকাশিত: ০৫:৩০, ১৯ মার্চ ২০১৬

বরগুনায় মাজারে  সিলিন্ডার  বিস্ফোরণ ॥  গৃহবধূ নিহত, ৬ শিশু আহত

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ১৮ মার্চ ॥ জেলার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোছখালী ছলিমাবাদ মাজার শরীফে বার্ষিক ওরস ও মাহফিল উপলক্ষে তিনদিনব্যাপী মেলার আয়োজন করেছে। শুক্রবার ছিল মাহফিলের দ্বিতীয় দিন। এ মেলায় গ্যাসভর্তি সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস সরবরাহ করার সময় আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে নারুননাহার নামের এক মহিলা নিহত ও ৬শিশুসহ ৭ জন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গুলিশাখালী ইউনিয়নের ছলিমাবাদ দরবার শরীফে ৬৯তম বার্ষিক ওরস ও মাহফিল বৃহস্পতিবার শুরু হয়। শুক্রবার ছিল মাহফিলের দ্বিতীয় দিন। মাহফিলে বিভিন্ন এলাকার হাজার হাজার নারী-পুরুষ ও ভক্ত সমবেত হয়। তিনদিন ব্যাপী অনুষ্ঠান উপলক্ষে দেশজ পণ্যের মেলা বসে। মেলায় শুক্রবার বিকেল পৌনে ৫ টার দিকে গ্যাসভর্তি সিলিন্ডার দিয়ে বেলুনে গ্যাস সরবরাহের সময় হঠাৎ বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে কালীবাড়ি গ্রামের সোনাগাজী মিয়ার স্ত্রী নারুননাহার (৬০) নিহত এবং ৬শিশুসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু আমির হোসেন (১০), ফাইদ (৭), আঃ রহমান (১০) ও সুমনকে (১২) আমতলী হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ফাইদ, আঃ রহমান ও সুমনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত শাহনাজ (১০), ইউসুফ (৪৫) ও মিমকে (১২) পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী রাকিবুল ইসলাম ও মিরাজ জানান, বিকেলে মেলা চলাকালে বেলুন ফুলানোর একটি দোকানে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় বেলুনভর্তি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। আমতলী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পুলক চন্দ্র রায় জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
×