ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রকাশিত: ০৪:২৭, ১৮ মার্চ ২০১৬

বাগেরহাটে তিন পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার, বাগেরহাট থেকে জানান, ইউপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় রামপাল ও মোরেলগঞ্জ থানার দুই ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ও এসআই মাহবুবকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের নির্দেশে তাদের নিজ নিজ থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনসে পাঠানো হয়। ফকিরহাট উপজেলার মুলঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুলঘর ইউনিয়নের বিএনপির দলীয় চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র ছিনতাইয়ের অভিযোগ প্রমাণিত হওয়ায় ইসি এ সিদ্ধান্ত নিয়েছে। শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নে বিএনপির প্রার্থী মতিয়ার রহমান খানের বাড়িতে বৃহস্পতিবার দুপুরে হামলা হয়েছে। প্রার্থী জাকির খান মহিউদ্দিনের ২৫/৩০ জন উচ্ছৃঙ্খল কর্মী রাম দা, হকিস্টিক, লোহার রড ও লাঠিসোটা নিয়ে তার বাড়িতে ঢুকে ঘরের দরজা, জানালায় এলোপাতাড়ি পেটায়। তারা মতি খানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। মতিয়ার রহমান খান জানান, দুপুর আড়াইটার দিকে ১২টি মোটরসাইকেলযোগে ২৫-৩০ জন লোক অকথ্য ভাষায় গালাগাল করতে করতে তার পূর্ব খোন্তাকাটা গ্রামের বাড়িতে হামলা চালায়। বাড়িতে ঢুকে তাদের প্রত্যেকের হাতে থাকা রাম দা, হকিস্টিক, লোহার রড় ও লাঠিসোটা দিয়ে তার ঘরের দরজা, জানালা পেটাতে শুরু করে। তারা মতি খানকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়। কলাপাড়ায় মাইক ভাংচুর নিজস্ব সংবাদদাতা কলাপাড়া থেকে জানান, চাকামইয়া ইউনিয়নের বিএনপি মনোনীত প্রার্থী মজিবর রহমানের সমর্থক মনিরকে (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তার ঘরের বেড়া-দরজা কোপানো হয়েছে। বুধবার মধ্যরাতে কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। এছাড়া একই দিন রাত পৌনে আটটার দিকে চুঙ্গাপাশা গ্রামে তার নির্বাচনী প্রচারের মাইকসহ রিক্সাভ্যান ভাংচুর করা হয়েছে। এ সময় রিক্সাচালক জাহাঙ্গীরকে বেধড়ক মারধর করা হয়েছে। উভয়কে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। মনিরের অবস্থা সঙ্কটজনক হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে প্রেরণ করা হয়েছে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হুমায়ুন কবির কেরামতের নির্দেশে এ হামলা-ভাংচুরের ঘটনা ঘটেছে বলে মজিবর জানান। হুমায়ুন কবির তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। আশুগঞ্জে নির্বাচনী ক্যাম্পে আগুন স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, আশুগঞ্জ উপজেলার তারুয়া ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ইদ্রিস হাসানের দুটি নির্বাচনী প্রতীক পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে তারুয়া গ্রামের উত্তর পাড়া ও নজরুল মার্কেটে অবস্থিত দুটি নির্বাচনী ক্যাম্পে এ ঘটনা ঘটে। প্রার্থী ইদ্রিস হাসান জানান, বুধবার মধ্যরাতে খবর পাই কে বা কারা আগুন দিয়ে আমার নির্বাচনী ক্যাম্পে দুটি প্রতীক পুড়িয়ে দিয়েছে। এতে আমার নির্বাচনী ক্যাম্পের আংশিক ক্ষতি হয়। ঘটনাটি দ্রুত আমি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কর্মকর্তাকে অবহিত করেছি। বাউফলে গণসংযোগে হামলা নিজস্ব সংবাদদাতা, বাউফল থেকে জানান, কাছিপাড়া ইউনিয়নের পাকডাল গ্রামের হাজী আয়েজ উদ্দিন হাওলাদারের বাড়ির কাছে বুধবার রাত ১১টার দিকে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থীর গণসংযোগের সময় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও নৌকা মার্কার কর্মী রিয়াজ সিকদারের নেতৃরত্ব ৪০-৪৫ সন্ত্রাসী হামলা চালিয়েছে। এ ঘটনায় আনারস মার্কার প্রার্থী সার্জেন্ট হাফিজুর রহমান ও তার ছোট ভাই আফজাল হোসেন, শানু মৃধা, বাদল মৃধাসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে আফজাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপরদিকে একই দিন রাত দেড়টার দিকে কালিশুরী বাজারে ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুর রহমানের সমর্থক ইয়াকুব তালুকদারের বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ জামান উদ্দিনের সমর্থক ও ইউনিয়ন যুবদলের সভাপতি (সহিদুল আলম তালুকদার গ্রুপ) মাহাতাব মোল্লার নেতৃত্বে ৩০-৩৫ সন্ত্রাসী। আমতলীতে ১১ জনের দ- নিজস্ব সংবাদদাতা আমতলী, বরগুনা থেকে জানান, আমতলী উপজেলার গুলিশাখালী ইউপি নির্বাচনে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসাদুর রহমানের সমর্থনে বৃহস্পতিবার দুপুরে দুই শতাধিক লোক একটি জীবন্ত ঘোড়া নিয়ে প্রচার করছিল। এ সময় পুলিশ ঘোড়াসহ ১১ জনকে গ্রেফতার করেছে। ওই দিন বিকেলে পুলিশ ঘোড়াসহ ১১ জনকে আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের আদালতে সোপর্দ করে। আদালতের বিচারক প্রত্যেককে ৩ হাজার টাকা অর্থদ- অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদ- এবং ঘোড়ার মালিককে তিন হাজার টাকা জরিমানা করেছে।
×