ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার্ট তৈরির প্রস্তাব

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন সমাপ্ত

প্রকাশিত: ০৪:৩১, ১৭ মার্চ ২০১৬

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের সম্মেলন সমাপ্ত

নিরাপদ নৌ চলাচল নিশ্চিতকরণে মানসম্মত হাইড্রোগ্রাফিক চার্ট তৈরির প্রস্তাবের মধ্য দিয়ে বুধবার ১৬তম নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত হয়েছে। সম্মেলনে মানসম্মত চার্ট তৈরির ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং প্রশিক্ষিত দক্ষ জনবল তৈরির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। সম্মেলনে কমিশনের পরবর্তী সভাপতি নির্বাচিত হয়েছে মিসর। চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে আয়োজিত আন্তর্জাতিক এ সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) ও নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মকবুল হোসেন। তিন দিনব্যাপী এই সম্মেলনে বিগত সম্মেলনের কার্যবিবরণী ও প্রস্তাবনাসমূহ অনুমোদন করা হয়। পাশাপাশি সদস্য দেশসমূহের প্রতিনিধিগণ তাদের হাইড্রোগ্রাফিক কার্যক্রমের বিভিন্ন দিক এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়সমূহ তুলে ধরেন। সম্মেলনে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ৯টি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, মিসর, ভারত, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও যুক্তরাজ্য এবং ৫টি সহযোগী রাষ্ট্র অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, সিসিলিস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন। এছাড়া সম্মেলনে দুটি পর্যবেক্ষক দেশ রাশিয়া ও সুদানসহ হাইড্রোগ্রাফিক সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহের উচ্চ পর্যায়ের প্রতিনিধিবৃন্দ অংশ নেন। এবছর কমিশনের সভাপতির দায়িত্ব পালন করছে বাংলাদেশ নৌবাহিনী। -আইএসপিআ সিম ভেরিফিকেশনে বাংলালিংকের সঙ্গে টেলিটকের চুক্তি টেলিকম অপারেটর বাংলালিংক ঘোষণা করেছে যে, রাষ্ট্রায়ত্ত টেলিকম অপারেটর টেলিটক বায়োমেট্রিক সিম নিবন্ধন এবং ভেরিফিকেশনের জন্য বাংলালিংকের বায়োমেট্রিক ডিভাইস ব্যবহার করতে পারবে। বুধবার বাংলালিংক টেলিটকের সঙ্গে এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তিটি বাংলাদেশ সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে স্বাক্ষরিত হয়। এতে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি, বাংলালিংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও এরিক অস্ এবং টেলিটকের এমডি গিয়াস উদ্দিন আহমেদ। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি বলেন, ‘বায়োমেট্রিক সিম ভেরিফিকেশন ডিভাইস শেয়ারিং এর ব্যাপারে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান টেলিটক এবং বাংলালিংকের সহযোগিতায় আমি খুবই আনন্দিত এবং একে স্বাগত জানাই। আমি বিশ্বাস করি, সকল মোবাইল ব্যবহারকারীর বায়োমেট্রিক ভেরিফিকেশন দেশ ও জাতির নিরাপত্তার জন্য অপরিহার্য। বাংলালিংক এবং টেলিটকের সমঝোতা চুক্তির ফলে এই কাজ আরও দ্রুত এগিয়ে যাবে।’ –বিজ্ঞপ্তি
×