ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিজিটাল প্রযুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৪:২৭, ১৬ মার্চ ২০১৬

ডিজিটাল প্রযুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু ॥ ইয়াফেস ওসমান

স্টাফ রিপোর্টার ॥ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের স্বপ্নদ্রষ্টা। আজ তাঁরই সুযোগ্য কন্যা শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে দেশটি অপ্রতিরোধ্য গতিতে উন্নতির দিকে এগিয়ে চলেছে, উন্নত দেশে পরিণত হতে চলেছে। মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন আয়েজিত আলোচনাসভায় মন্ত্রী এ অভিমত ব্যক্ত করেন। কমিশনের প্রধান কার্যালয়ে ড. আনোয়ার হোসেন মিলনায়তনে “মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সুখীসমৃদ্ধ বাংলাদেশ গঠনে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার” শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলীপ কুমার বসাক, এনডিসি। মহিলা যাত্রীদের জন্য বিআরটিসির আরেকটি বিশেষ সার্ভিস স্টাফ রিপোর্টার ॥ মতিঝিল-আবদুল্লাহপুর রুটে মঙ্গলবার থেকে মহিলা যাত্রীদের জন্য আরেকটি বিশেষ বাস সার্ভিস চালু হয়েছে। মঙ্গলবার যোগাযোগ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নির্দেশে মহিলা যাত্রীদের জন্য আরও একটি বাস নামানোর কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) এ বাস সার্ভিস পরিচালনা করবে। যানজট এড়াতে... সাইকেল রাজধানীর তরুণদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। এর কারণও আছে। যানজট এড়িয়ে চলতে উপযোগী বাহনটি। রাস্তায় যানজট তৈরি হলেই আইল্যান্ডের ওপর তুলে দেয়া যায়। আবার উল্টো পথে চললেও ট্রাফিক পুলিশের ঝামেলা নেই। রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় দীর্ঘ যানজট- তাই আইল্যান্ডের ওপর দিয়ে রাস্তা পার করে আবার তার গন্তব্য যাওয়ার চেষ্টায় ব্যস্ত এক সাইকেল বাহক। -জনকণ্ঠ প্রতিকেজি দুই হাজার ৬০ কেজি ওজনের বাঘাইর মাছ। প্রতিকেজির দাম হাঁকা হয় দুই হাজার টাকা। ভ্রাম্যমাণ মাছ বিক্রেতা পাড়া-মহল্লায় বিক্রির চেষ্টায় ব্যস্ত। যমুনা নদীর তাজা মাছ বলে ক্রেতাদের বোঝানোর চেষ্টা করছেন। খেতে সুস্বাদু ও মজাদার মাছ বলে জানাচ্ছেন তিনি। বিশাল মাছটি দেখতে ভিড় করেন অনেকেই। ছবিটি রাজধানীর বংশাল থেকে তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×