ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পল্লীকবি জসীম উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

প্রকাশিত: ০৬:২৬, ১৫ মার্চ ২০১৬

পল্লীকবি জসীম উদ্দীনের মৃত্যুবার্ষিকী পালন

যথাযোগ্য মর্যাদায় সোমবার ফরিদপুরে পালিত হয়েছে পল্লীকবি জসীম উদ্দীনের ৪০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শহরের বাইরে গোবিন্দপুর গ্রামে কবির বাড়িতে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছে। খবর বাসসর দিবসের শুরুতে ফরিদপুর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএনএম আবদুস সবুরের নেতৃত্বে জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশন কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এরপর বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুমার নদীর তীরে কবির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার পর দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া, এডিসি (সার্বিক) এএনএম আবদুস সবুরের সভাপতিত্বে কবির সমাধি প্রাঙ্গণে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর ডিবেট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ আবদুস সামাদ, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক এমএ সামাদ, কবির পুত্র ড. জামাল আনোয়ার। তক্ষক উদ্ধার নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১৪ মার্চ ॥ গাজীপুরে র‌্যাবের সদস্যরা অভিযান চালিয়ে তক্ষক নামে তিনটি বন্যপ্রাণী উদ্ধার করেছে। গাজীপুর মহানগরীর সালনা ও আশুলিয়া থেকে রবিবার দিবাগত রাতে এসব তক্ষক উদ্ধার করা হয়। তক্ষক নামের বন্যপ্রাণী বিদেশে পাচারের উদ্দেশে আটক করে কতিপয় ব্যক্তি আশুলিয়া ও গাজীপুর মহানগরীর সালনা এলাকায় অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ অভিযান চালিয়ে সালনা এলাকা হতে ৩টি তক্ষক উদ্ধার করে। নৌ র‌্যালি স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ ধলেশ্বরীতে সোমবার সকালে নৌ র‌্যালি হয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মুন্সীগঞ্জের ব্যতিক্রমী এই আয়োজনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। এই নৌ র‌্যালির মূল দাবি ছিল ধলেশ্বরী নদী রক্ষা। শিল্পকলকারখানার বর্জ্য এবং সিমেন্ট ফ্যাক্টরির ফ্লাই এ্যাস নদীর পানি বিনষ্ট করছে। একই সঙ্গে পাশের শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা থেকে বর্জ্য ধেয়ে আসছে। এতে এই অঞ্চলের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে। শ্বশুরকে জখম স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জে দাবিকৃত টাকা না দেয়ায় বৃদ্ধ শ্বশুর নুরুল হক মুন্সীকে (৮১) জখম করল মেয়ের জামাই লালন মিয়া (৪০)। সোমবার সকালে শহরের বাগমাহমুদালী এলাকার হক ভিলায় এ ঘটনা ঘটেছে। জানা গেছে, গত ১৫ বছর আগে প্রেম ভালবাসর সম্পর্কের পর বাগমাহমুদালী এলাকার নুরুল হক মুন্সীর মেয়ে ঝর্ণা আক্তারের বিয়ে হয় প্রেমিক জমিদার পাড়া এলাকার গোলাপ হোসেনের ছেলে লালনের সঙ্গে। বিয়ের পর থেকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে শ্বশুর নুরুল হক মুন্সীর কাছ থেকে এ পর্যন্ত ২০ লাখ টাকা নিয়েছেন জামাই লালন। সোমবার সকালে একই পন্থায় আবারও টাকা চাইতে আসেন লালন। এ সময় টাকা দিতে রাজি না হওয়ায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে জখম করেন শ্বশুরকে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
×