ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

প্রকাশিত: ০৬:২০, ১৫ মার্চ ২০১৬

নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ১৬তম নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন সোমবার চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বর্তমান সময়ে সমুদ্র সম্পদ আহরণ এবং এর যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ব্লু ইকোনমি ধারণা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। সেক্ষেত্রে সমুদ্রে তেল-গ্যাস ও খনিজ অনুসন্ধান, সামুদ্রিক পরিবেশ পর্যবেক্ষণ, একুয়াকালচার, বায়োমেডিসিন, ড্রেজিং, বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং সামুদ্রিক গবেষণা কাজ পরিচালনার জন্য হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট ও প্রকাশনাসমূহের প্রয়োজনীয়তা ব্যাপক। বিশেষভাবে সমুদ্রপথে জাহাজ চলাচল ও ব্যবসা-বাণিজ্য প্রসারের ক্ষেত্রে এসব চার্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসব দিক বিবেচনায় হাইড্রোগ্রাফির তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক এই সম্মেলন। সম্মেলনে নর্থ ইন্ডিয়ান ওশান হাইড্রোগ্রাফিক কমিশনের ৯টি সদস্য রাষ্ট্র বাংলাদেশ, মিসর, ভারত, মিয়ানমার, পাকিস্তান, সৌদি আরব, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও যুক্তরাজ্য এবং ৫টি সহযোগী রাষ্ট্র অস্ট্রেলিয়া, ফ্রান্স, ওমান, সিসিলিস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছেন।-আইএসপিআর শূটিং দৃশ্য- রাজপথে ধারালো অস্ত্র নিয়ে এক নারীকে ধাওয়া করছে কয়েক গু-া! আশপাাশের লোকজন ভয়াবহ এ দৃশ্য দেখার পরও এগিয়ে আসছে না। গু-াগুলো নারীটিকে ধাওয়া করছে, আর ওই নারী পালানোর জন্য আপ্রাণ চেষ্টা করে চলছেন। পাঠক, ছবির এই দৃশ্যটি একটি চলচ্চিত্রের শূটিংয়ের দৃশ্য। রাজধানীর হাতিরঝিল লেকপাড় থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী। ঝুঁকি নিয়ে- চলন্ত গাড়িতে উঠতে দৌড়-ঝাঁপ দিয়ে প্রায়ই প্রাণ হারানোর ঘটনাসহ বহু অনাকাক্সিক্ষত ঘটনা ঘটছে। এরপরও চলন্ত গাড়ির ফাঁক-ফোকর দিয়ে গাড়িতে ওঠানামা করতে গিয়ে জীবনের ঝুঁকি নিচ্ছেন অনেকে। ছবির লোকটি সময় বাঁচাতে গিয়ে নিজের প্রাণটিকেই ঝুঁকির মধ্যে ফেলেছেন। রাজধানীর কাওরান বাজার থেকে ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×