ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের বিপক্ষে ফিরতে পারেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৬:১৭, ১৫ মার্চ ২০১৬

পাকিস্তানের বিপক্ষে ফিরতে পারেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপে ইনজুরিতে পড়ে ছিলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। দুই ম্যাচ খেলার পর আর খেলতে পারেননি। এমনকি এবার টি২০ বিশ্বকাপে প্রাথমিক রাউন্ডের তিন ম্যাচের কোনটিতেও মাঠে নামা হয়নি বাংলাদেশ দলের অন্যতম এ পেস স্তম্ভের। কিন্তু এবার বড় চ্যালেঞ্জ বাংলাদেশের। টি২০ বিশ্বকাপের সুপার টেনের ‘গ্রুপ-২’ এ খেলতে হবে ক্রিকেট পরাশক্তি ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে। বুধবার নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে টাইগাররা। এ ম্যাচ দিয়েই আবার ফিরতে পারেন মুস্তাফিজ। এমনটাই জানা গেছে। ক্যারিয়ারে এই প্রথম জাতীয় দলের হয়ে বড় কোন আসরে দেশের বাইরে খেলতে গেছেন ‘কাটার মাস্টার’ এবং ভয়ঙ্কর সেøায়ারের জন্য সুপরিচিত হয়ে ওঠা মুস্তাফিজ। ক্যারিয়ারে প্রথম এ বৈশ্বিক টুর্নামেন্টে অবশ্য এখন পর্যন্ত নামাই হয়নি ইনজুরির কারণে পুনর্বাসন প্রক্রিয়ার অধীনে থাকার কারণে। তবে, মূলপর্বে ওঠা টাইগারদের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে তাকে। ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিতব্য পাকিস্তানের বিপক্ষে বল হাতে দেখা যেতে পারে কাটার স্পেশালিস্টকে। বাংলাদেশ ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান এমনটি জানিয়েছেন। সাকিব-আল আমিন বিশ্ব একাদশে স্পোর্টস রিপোর্টার ॥ টি২০ বিশ্বকাপের সুপার টেন শুরুর আগে অস্ট্রেলিয়ার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘ফক্স স্পোর্টস’ তৈরি করেছে টি২০ বিশ্ব একাদশ। ফক্স স্পোর্টসের বিশেষজ্ঞদের তৈরি এই একাদশে দক্ষিণ আফ্রিকা, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশের রয়েছেন সর্বোচ্চ দু’জন করে ক্রিকেটার। একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়া, পাকিস্তান ও আফগানিস্তান থেকে। তবে এ তালিকায় স্থান হয়নি কোন ইংলিশ ক্রিকেটারের। বিশ্ব একাদশের এ তালিকায় টাইগারদের হয়ে প্রতিনিধিত্ব করছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও পেস বোলার আল আমিন হোসেন। একাদশে সাকিবকে বিবেচনার প্রসঙ্গে বলা হয়, সাকিব ২০১৬ সালে ব্যাটিংয়ে এখন পর্যন্ত ভাল করেনি। তবে বাংলাদেশী এই অলরাউন্ডার বোলিংয়ে ছিলেন দারুণ। ২১.৬৪ গড়ে নিয়েছেন ১৭ উইকেট। আর তাকে এই দলে নির্বাচন করাটা ছিল অনুমেয়। অন্যদিকে সম্প্রতি বোলিংয়ে ধারাবাহিকভাবে দুর্দান্ত নৈপুণ্য দেখানো আল আমিন সম্পর্কে বলা হয়, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে তৃতীয় পেসার হিসেবে আল আমিন টি২০-তে দারুণ খেলছে। ফরহাদের শতক, শরীফের ৬ উইকেট বিসিএল স্পোর্টস রিপোর্টার ॥ ফ্র্যাঞ্চাই-জিভিত্তিক লঙ্গার ভার্সন বাংলাদেশ ক্রিকেট লীগের (বিসিএল) ষষ্ঠ ও শেষ রাউন্ড শুরু হয়েছে সোমবার। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চল প্রথমদিনে ৩০৮ রান তুললেও স্বস্তিতে নেই। কারণ ৯ উইকেট হারিয়েছে তারা। দলীয় ৫১ রানেই ৪ উইকেট হারিয়ে বিপদে পড়লেও ফরহাদ হোসেনের ২৩৮ বলে ১৫ চারে করা ১৩১, সানজামুল ইসলামের ৯৯ বলে ১৪ চারে করা ৭০ রানের সুবাদে একটি ভাল অবস্থান পায় উত্তরাঞ্চল। ওয়ালটন মধ্যাঞ্চলের পক্ষে দুর্দান্ত বোলিং করে পেসার মোহাম্মদ শরীফ নিয়েছেন ৭৭ রানে ৬ উইকেট। এছাড়া আরেক পেসার মোহাম্মদ শহীদ ৬৮ রানে ৩ উইকেট নেন। অপর ম্যাচে, ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে দারুণভাবে প্রথম দিন শেষ করেছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। ৩ উইকেটে ২৬৪ রান তুলেছে তারা এখন পর্যন্ত প্রথম ইনিংসে। ওপেনার লিটন দাস ৫১ রানে ফিরে যান। পরে মুমিনুল হক সৌরভ ১১৩ বলে ১১ চার ও ১ ছক্কায় ৭৮ রান করেন। অলক কাপালি ১১৭ বলে ৭ চারে ৬২ রান নিয়ে ব্যাট করছেন।
×