ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:১৯, ১৩ মার্চ ২০১৬

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

১. কোনটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচনা? ক) চক্রবাক খ) কুহেলিকা গ) জীবনকথা ঘ) মৌরীফুল ২. মসলিন কী দিয়ে বোনা হতো? ক) সূক্ষ্ম পশমি আঁশ খ) সূক্ষ্ম রেশম সুতা গ) সূক্ষ্ম পাটের আঁশ ঘ) সূক্ষ্ম সুতা ৩. বেদ্যুতিক শক খেয়ে পরাশর ডাক্তার কত মিনিট চোখ বুজে ছিলেন? ক) এক মিনিট খ) দুই মিনিট গ) তিন মিনিট ঘ) পাঁচ মিনিট ৪. কবি কীসের গান গেয়েছেন? ক) জ্ঞানের খ) নারীর গ) সাম্যের ঘ) আনন্দের ৫. রহমত মোড়লকে কী খেতে দেয়? ক) ঘোল খ) মাংস গ) দুধ ঘ) শরবত ৬. লেখকের কয়টা রাত কেটে গেল কুশ্রী হোটেলে? ক) একটা খ) দুইটি গ) তিনটি ঘ) চারটা ৭. বাসানিও শাইলকের কাছ থেকে কত ড্যাকাট ধার নিয়েছিল? ক) পাঁচ হাজার ড্যাকাট খ) তিন হাজার ড্যাকাট গ) এক হাজার ড্যাকাট ঘ) দুই হাজার ড্যাকাট ৮. মিনতি অর্থ কী? ক) বিনীত প্রার্থনা খ) অনুনয় গ) বিনয় ঘ) আনুগত্য ৯.‘ভবন’ শব্দের অর্থ কী? ক) পৃথিবী খ) মহাকাশ গ) জলাধার ঘ) ভাবনা ১০. গৌতমের স্ত্রীর নাম কী? ক) সুমিতা খ) অহল্যা গ) কৌশল্যা ঘ) কৈকেয়ী ১১. আবার আসিব ফিরে কবিতায় ‘রাঙা মেঘ’ দ্বারা কোন সময়কে নির্দেশ করা হয়েছে? ক) রাতের খ) ঝড়ের মেঘের গ) সন্ধ্যার ঘ) গোধূলির ১২. বাংলাদেশে কীভাবে নববর্ষ উদ্যাপিত হয়? ক) ঘোষণা দিয়ে খ) শোকের সঙ্গে গ) অনুতাপের সাথে ঘ) মহা ধুমধামের সাথে ১৩. রবীন্দ্রনাথের গানটিতে ভুবনে কী বইছে? ক) জীবনধারা খ) অশ্রুধারা গ) আনন্দধারা ঘ) ফল্গুধারা ১৪. কিশোরের পাল কোন রঙের? ক) সবুজ খ) নীল গ) লাল ঘ) সাদা ১৫. ‘রাজকুমার ও ভিখারির ছেলে’ গল্পটি কার লেখা? ক) উইলিয়াম শেক্সপিয়র খ) ওয়াশিংটন আরভিং গ) মার্ক টোয়েন ঘ) লেভ তলস্তয় ১৬. নির্বাচনে জয়লাভের পর বঙ্গবন্ধু ও আওয়ামী লীগের আকাঙ্কা ছিল- র. শাসনতন্ত্র তৈরি রর. দেশকে গড়ে তোলা ররর. দেশের মানুষের সাংস্কৃতিক মুক্তি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৭.‘আপনা’ শব্দের অর্থ কী? ক) নিজেকে খ) নিজে গ) নিজের ঘ) নিজ ১৮.‘দেশ’ কবিতায় কবির ভাষায় কারা মালা রচনা করে? ক) কাক-কনেরা খ) মায়েরা গ) পরীরা ঘ) বক-কনেরা ১৯. হোস্টেলের ছেলেমেরা রাজকুমারকে কী করল? ক) মাধর করল খ) পুকুরে ছুড়ে ফেলল গ) নদীতে ছুড়ে ফেলল ঘ) আপ্যায়ন করল ২০. ঐশীশক্তি বলতে কী বোঝানো হয়েছে? ক) পবিত্র শক্তি খ) ঈশ্বর প্রদত্ত শক্তি গ) সমরশক্তি ঘ) অপশক্তি ২১. এই বাংলার বুকে রয়েছে ওদের ঘৃণা- ক) অংশগ্রহণ খ) প্রতিবাদ গ) পদাঘাত ঘ) প্রতিক্রিয়া ২২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন? ক) ১৮৭৬ খ) ১৮৭৭ গ) ১৮৭৮ ঘ) ১৮৭৯১ ২৩. শামসুজ্জামান খান তঁাঁর বিপুল কর্মজগতের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হন- র. একুশে পদকে রর. বাংলা একাডেমি পুরস্কারে ররর. কালুশাহ পুরস্কারে নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৪. কোনটি বাংলা নববর্ষের প্রধান অনুষ্ঠানগুলোর একটি? ক) বৈশাখি মেলা খ) ঘোড়দৌড় গ) মোরগ লড়াই ঘ) লাঠি খেলা ২৫.পূর্ণিমা শব্দটি- ক) সন্ধিজাত খ) সমাসবদ্ধ গ) প্রত্যয়জাত ঘ) উপসর্গজাত ২৬. এক বিঘা বলতে বোঝায়- র. কুড়ি কাঠা রর. ১৩৩৪ বর্গমিটার ররর. ১৪৪০ বর্গফুট নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৭. কে নিজেকে মস্তবড় বাদশা মনে করে? ক) কবিরাজ খ) মোড়ল গ) সুখী লোকটি ঘ) হাসু মিয়া ২৮. মাইকেল মধুসূদন দত্ত রচনা করেছেন- র. মহাকাব্য, গীতিকাব্য রর. সনেট, পত্রকাব্য ররর. নাটক, প্রহসন নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৯.‘ভুবন’ শব্দটির অর্থ কোনটি? ক) জগৎ খ) প্রকৃতি গ) মৃত্তিকা ঘ) ভাস্কর্য ৩০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মায়ের নাম- ক) কাদম্বরী দেবী খ) মৃণালিনী দেবী গ) ফুলন দেবী ঘ) যোগ্যমায়া দেবী ৩১. কখন থেকে মাইকেল মধুসূদন দত্তের মনে কবি হবার তীব্র বাসনা ছিল? ক) শৈশব খ) কৈশোর গ) যৌবন ঘ) বার্ধক্য ৩২. ‘আবার আসিব ফিরে’ কবিতায় উল্লিখিত পাখিগুলোর মধ্যে রয়েছে- র. বক, কাক রর. শালিক, শঙ্খচিল ররর. পেঁচা, ঘুঘু নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৩৩. সব বাঙালি কোন কথাটি বলতে পারলে অসাধ্য সাধিত হবে বলে প্রাবন্ধিক মনে করেন? ক) জয় বাংলা খ) বাঙালির বাংলা গ) আমাদের বাংলা ঘ) পবিত্র বাংলা ৩৪.স্বত্বগুণের প্রধান শত্রু কোনটি? ক) তমোগুণ খ) রজোগুণ গ) দিব্যগুণ ঘ) সদ্গুণ ৩৫. বিজলী কোন ধরনের পত্রিকা? ক) দৈনিক খ) সাপ্তাহিক গ) মাসিক ঘ) ত্রৈমাসিক ৩৬. হেনডেন কী? ক) সৈনিকের নাম খ) শহরের নাম গ) সৈনিকের বাবার নাম ঘ) সৈনিকের বাড়ির নাম ৩৭.স্বাধীনতার অপর নাম- ক) যা খুশি তাই করা খ) অন্যের ইচ্ছামতো কাজ করা গ) বাধ্য হয়ে কাজ করা ঘ) ইচ্ছার বিরুদ্ধে কাজ সঠিক উত্তর ১. (ঘ) ২. (ঘ) ৩. (ঘ) ৪. (গ) ৫. (ঘ) ৬. (ক) ৭. (খ) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (ঘ) ১২. (ঘ) ১৩. (গ) ১৪. (ঘ) ১৫. (গ) ১৬. (ক) ১৭. (ক) ১৮. (ক) ১৯. (খ) ২০. (খ) ২১. (গ) ২২. (ক) ২৩. (ঘ) ২৪. (ক) ২৫. (গ) ২৬. (ক) ২৭. (গ) ২৮. (ঘ) ২৯. (ক) ৩০. (খ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (খ) ৩৬. (ঘ) ৩৭. (ক)
×