ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চোখে রক্তধারা

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ মার্চ ২০১৬

চোখে রক্তধারা

চোখ দিয়ে ঝরছে রক্তধারা! শুনতে অবাক লাগলেও ঘটনা সত্য। এমনই এক বিরল রোগে আক্রান্ত হয়েছেন ইংল্যান্ডের ১৭ বছর বয়সী এক কিশোরী। নাম মার্নি-রে হার্ভি। হার্ভির চোখই শুধু নয় কান দিয়েও ঝরছে রক্ত। কারণ বুঝতে পারছেন না চিকিৎসকরা। স্টোক অন ট্রেন্ট শহরের বাসিন্দা হার্ভি জানিয়েছে, সে বাইরে যেতে পারে না। সব সময় বাড়িতেই থাকে। তাই তার কোন বন্ধু নেই। এরই মধ্যে চক্ষু বিশেষজ্ঞ, স্ত্রীরোগ বিশেষজ্ঞ, রক্তরোগ বিশেষজ্ঞ, স্নায়ুরোগ বিশেষজ্ঞ এবং শিশুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হয়েছে মেয়েটি। নিউজবিটকে হার্ভি বলেছে, ‘প্রথমে চোখ জ্বলতে থাকে। তারপর রক্তে আমার চোখের কর্নিয়া ঢেকে যায় এবং আমি আর চোখে দেখতে পাই না।’ তার কান, নাক, দাঁতের মাড়ি, মাথার তালু, নখ এবং জিহ্বা দিয়েও রক্ত পড়ে। ২০১৩ সালে কফে রক্ত উঠে আসার মধ্য দিয়ে হার্ভির রহস্যজনক এ রোগের শুরু। গত বছর জুলাইয়ে এক রাতে ঘুম থেকে জেগে সে দেখতে পায় চোখ দিয়ে রক্ত পড়ে তার সারা মুখ ভেসে যাচ্ছে। তার বাবা-মা এ্যাম্বুলেন্সে খবর দেয়। এ্যাম্বুলেন্সের সঙ্গে থাকা প্যারামেডিকরা আমার অবস্থা দেখে হতবাক হয়ে যায়। কারণ তারা আগে কখনও এরকম দৃশ্য দেখেনি। আমাকে হাসপাতালে নেয়ার পর তারা আমার চোখ পরীক্ষা করে এবং তখন সবকিছু পরিষ্কার ছিল। চোখ দিয়ে রক্ত পড়ে আমার মুখম-ল ভেসে যায় এবং কয়েক সেকেন্ডের মাথায় চোখ আবার একদম স্বাভাবিক সাদা হয়ে যায়। পরবর্তী দুই সপ্তাহে হার্ভির চোখ দিয়ে প্রতিদিন রক্ত পড়ে। আমার রক্ত পরীক্ষা করা হয়েছে এবং সেখানেও কোন সমস্যা ধরা পড়েনি। এরপর একদিন আমি দোকানে ছিলাম, হঠাৎ করে আমার চোখ ও কান দিয়ে রক্ত পড়া শুরু হয়। এজন্য আবারও এ্যাম্বুলেন্স ডাকা হয়। নানা ধরনের পরীক্ষার পর হার্ভির রোগপ্রতিরোধ ক্ষমতায় কিছুটা দুর্বলতা ছাড়া আর কোন সমস্যা ধরা পড়েনি। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় চোখ দিয়ে রক্ত পড়াকে হেমলাক্রিয়া বলে। এটা খুবই বিরল রোগ। সাধারণত আঘাত, রক্তজমাট রোগ এবং অশ্রুগ্রন্থিতে সমস্যা থাকলে হেমলাক্রিয়া হতে পারে। কিন্তু হার্ভির এ ধরনের কোন সমস্যা ধরা পড়েনি। তবে ওই সমস্যার কারণে হার্ভির পড়াশুনা থেমে গেছে। হার্ভি জানায়, আমি জিসিএসইএস শেষ করতে পারিনি। যে কারণে আমি কলেজেও ভর্তি হতে পারছি না। তার সব সময় দুর্বল লাগে এবং মাথা ঝিম ঝিম করে। তার মাংসপেশী ও হাড়েও ব্যথা হয়। সম্প্রতি তার এ সমস্যা মারাত্মক রূপ ধারণ করেছে। গত ১২ দিন ধরে অনবরত রক্ত পড়ে যাচ্ছে। আমার সব অঙ্গ দিয়েই একসঙ্গে রক্ত পড়ছে। আগে সাধারণত পাঁচ মিনিটের জন্য রক্ত পড়ত এবং তারপর এক ঘণ্টার মতো বন্ধ থাকত। কিন্তু এখন আধা ঘণ্টা ধরে রক্ত পড়ে এবং মাত্র পাঁচ মিনিটের জন্য বন্ধ থাকে। আমি রাতে বার বার জেগে উঠি। যদিও প্রতিদিন আমি প্রায় পাঁচবার অসুস্থ হয়ে পড়ি। নানা রকম চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করেও তার অবস্থার কোন উন্নতি হচ্ছে না। -ওয়েবসাইট
×