ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ন্যাশনাল ব্যাংকের ১৯১টি শাখার সম্মেলন

প্রকাশিত: ০৪:১৯, ১৩ মার্চ ২০১৬

ন্যাশনাল ব্যাংকের ১৯১টি শাখার সম্মেলন

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপকদের বার্ষিক ব্যবসায় পর্যালোচনা সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ১৯১টি শাখাকে ১৩ গ্রুপে ভাগ করে দেশের ১৩টি এলাকায় একই সঙ্গে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যথাক্রমে প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে উপব্যবস্থাপনা পরিচালক ওয়াসিফ আলী খান, ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এসইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন আব্দুস সোবহান খান, কুমিল্লায় ইভিপি ও হেড অব কার্ড ডিভিশন মাহফুজুর রহমান, রাজশাহী আঞ্চলিক কার্যালয়ে ইভিপি ও হেড অব আইটি ডিভিশন কাজী কামাল উদ্দিন আহমেদ, বগুড়ায় এসভিপি ও হেড অব রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন জাহাঙ্গীর বিন হামিদ, প্রধান কার্যালয়ের কার্ড ডিভিশনে এসভিপি ও হেড অব মনিটরিং সেল অরুণ কুমার হালদার, খুলনা আঞ্চলিক কার্যালয়ে এসভিপি ও খুলনার আঞ্চলিক প্রধান মেশকাত-উল-আনোয়ার খান, শরীয়তপুরে এসভিপি ও হেড অব জিবিডি আব্দুল ওয়াহাব, নিমতলায় এসভিপি ও হেড অব আইসিসিডি মোঃ মনিরুজ্জামান, সিলেট আঞ্চলিক কার্যালয়ে ভিপি ও হেড অব ক্রেডিট এ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন মুন্সি আবু জাকারিয়া, গাজীপুরে ভিপি ও হেড অব এফএডি কৃষ্ণ কমল ঘোষ এবং ময়মনসিংহে এসএভিপি ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-২ মোঃ কায়সার রশিদ প্রমুখ। Ñবিজ্ঞপ্তি চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদন ও রফতানি বিষয়ক সেমিনার স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জাতীয় রফতানি প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় রাজশাহী রফতানি উন্নয়ন ব্যুরো চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সহযোগিতায় শনিবার দিনভর এক্সপোর্ট অপারচুনেটিজ অব ম্যাংগো এ্যান্ড ম্যাংগো প্রডাক্ট শীর্ষক এক সেমিনারের আয়োজন করে। সেমিনার অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হলরুমে। জেলা প্রশাসক জাহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেমিনারের উদ্বোধন করেন। প্রথম পর্বে চাঁপাই চেম্বার সভাপতি আব্দুল ওয়াহেদের সভাপতিত্বে গেস্ট অব অনারের ভাষণ দেন বেসরকারী কৃষি বিশ্ববিদ্যালয় (এক্সিম ব্যাংক) উপাচার্য অধ্যাপক আব্দুল মান্নান আখন্দ। সেমিনারের দ্বিতীয় পর্বে প্রবন্ধ উপস্থাপন করেন এফএও ফুড সেফটি প্রোগ্রাম ও হর্টেক্স ফাউন্ডেশন, হর্টিকালচার সাব সেক্টরের সিনিয়র ভোলুচেইন এক্সপার্ট ড. মোঃ সালেহ আহম্মেদ। ইউনিয়ন গ্রুপের মোবাইল ওয়ার্ল্ডের যাত্রা শুরু ইউনিয়ন গ্রুপ অত্যন্ত সফলতার সঙ্গে ডায়মন্ড ওয়ার্ল্ড ও ওয়াচেস ওয়ার্ল্ড পরিচালনার পর শনিবার তারা মোবাইল ওয়ার্ল্ডের যাত্রা শুরু করল। এখন থেকে ক্রেতাগণ ৬টি ভিন্ন ধরনের মোবাইল ব্র্যান্ড এর সেট মোবাইল ওয়ার্ল্ড হতে সংগ্রহ করতে পারবেন। মোবাইল ওয়ার্ল্ড এক সঙ্গে ১০টি ঋষধমংযরঢ় ংঃড়ৎব চালু করল বাংলাদেশের ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর, খুলনা, রাজশাহী, বরিশাল, দিনাজপুর, হবিগঞ্জ, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ায়। অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে রাকিবুল কবির, ব্যবস্থাপনা পরিচালক, ইউনিয়ন গ্রুপ ও দিলীপ কুমার আগারওয়াল, ব্যবস্থাপনা পরিচালক, ডায়মন্ড ওয়ালর্ন্ড এসব স্টোর উদ্বোধন করেন। Ñবিজ্ঞপ্তি।
×