ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় অপহৃত শিশুর মুক্তিপণ কোটি টাকা

প্রকাশিত: ০৪:১৩, ১৩ মার্চ ২০১৬

গলাচিপায় অপহৃত শিশুর মুক্তিপণ কোটি টাকা

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার ধনাঢ্য ব্যবসায়ী কাঞ্চন সরদারের দুই বছরের শিশুপুত্র হাবিবুর রহমানের অপহরণ ঘটনা ভিন্নদিকে মোড় নিতে শুরু করেছে। হাবিবুরকে মুক্তির বিনিময়ে কাঞ্চন সরদারের কাছে মোবাইল ফোনে এক কোটি টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। অজ্ঞাতনামা অপহরণকারী দুই দফায় এ ফোন করেছে। গলাচিপা পুলিশ মুক্তিপণ দাবির ঘটনার সত্যতা স্বীকার করেছে। পুলিশ মোবাইল নম্বর ধরে অপহরণকারীর খোঁজে তৎপরতা শুরু করায় ঘটনা অন্যদিকে মোড় নেয়ার আভাস মিলেছে। এদিকে পুলিশ তিন দিনেও অপহৃত শিশুকে উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার কিংবা আটকও করেনি। কাঞ্চন সরদার জানান, শুক্রবার রাত নয়টার দিকে অপহরণকারী ফোন করে হাবিবুরের মুক্তির জন্য এক কোটি টাকা দাবি করে। শনিবার সকাল সাড়ে নয়টায় একই নম্বর থেকে পুনরায় মুক্তিপণের এক কোটি টাকা গুছিয়ে রাখতে বলে। ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রতনদী-তালতলী ইউনিয়নের চান্দেরহাওলার গ্রামের বাড়ি থেকে কাঞ্চন সরদারের দুই বছরের শিশুপুত্র হাবিবুর অপহৃত হয়। হাবিবুর এ সময়ে মা জয়নব বিবির কোলে ঘুমিয়ে ছিল। অপহরণকারীরা জানালা ভেঙ্গে ঘরে ঢোকে বলে দাবি করা হয়েছে। কাঞ্চন সরদার তার দ্বিতীয় স্ত্রী জয়নব বিবি ও দুই সন্তান নিয়ে গ্রামের বাড়ি থাকেন। গলাচিপা পৌর শহরের শ্যামলীবাগের বাসায় তার প্রথম স্ত্রী দুই ছেলেকে নিয়ে থাকেন। প্রথম স্ত্রী রোকেয়া বিবি ২৫-২৬ দিন আগে মারা গেছেন। কাঞ্চন সরদার অপহরণের দিনই গলাচিপা থানায় অপহরণ মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি তার প্রথম পক্ষের দুই ছেলেকে সন্দেহ করে আসামি করেন। খুলনায় ট্রলারডুবি বৃদ্ধা নিহত, আহত ৫ স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ দাকোপ উপজেলার চালনায় ট্রলারডুবিতে সালেহা বেগম নামে এক বৃদ্ধা মারা গেছেন। এ সময় দুই শিশু ও নারীসহ ৫ যাত্রী আহত হয়েছেন। শনিবার দুপুর দেড়টার দিকে দাকোপ উপজেলার পশুর নদের চালনাবাজার লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে। আহতদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, দাকোপের চালনাবাজার লঞ্চঘাট থেকে একটি ট্রলার যাত্রী ও মালামালবোঝাই করে পারজয়নগরের উদ্দেশে যাত্রা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পরই অতিরিক্ত ওজনের কারণে একদিকে কাত হয়ে ট্রলারটি পশুর ও চুনকুড়ি নদীর মোহনায় ডুবে যায়। ইবিতে আরবি বিভাগের রজতজয়ন্তী ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তী পালিত হয়। শনিবার সকাল ১০টার দিকে আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের নেতৃত্বে শোভাযাত্রাটি অনুষদ ভবন থেকে বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. শাহিনুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রুহুল আমিন। পরে বিভাগীয় শিক্ষার্থীদের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×