ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুবকের পা গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ ॥ নির্বাচনী সহিংসতা

প্রকাশিত: ০৫:৫৩, ১২ মার্চ ২০১৬

যুবকের পা গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ ॥ নির্বাচনী সহিংসতা

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের শরণখোলায় নির্বাচনী সহিংসতায় মেহেদী হাসান প্রিন্স (২৬) নামে এক যুবকের ডান পা গুঁড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। শুক্রবার সকাল ৯টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার খোন্তাকাটা বাজারে। হাসপাতাল ও আহতের পরিবার সূত্র জানায়, ওইদিন সকালে নৌকার সমর্থক একদল যুবক মধ্য খোন্তাকাটা গ্রামের আ. খালেকের ছেলে প্রিন্সকে বাড়ি থেকে ধরে স্থানীয় খোন্তাকাটা বাজারে নিয়ে যায়। পরে একই এলাকার ছাত্র নেতা তাজুর নেতৃত্বে রাজু, মিজান, আলমগীর, হাসান, মনিরসহ ১০/১২ জন যুবক প্রকাশ্যে প্রিন্সকে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ডান পা গুঁড়িয়ে দেয়। এ সময় প্রিন্সের চিৎকারে বাজার ব্যবসায়ী ও পরিবারের সদস্যরা এগিয়ে এসে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিক খুমেক হাসপাতালে পাঠানো হয়। ‘নির্বাচনের সাধ মিটে গেছে, এখন বাড়িতে থাকতে দিন’ ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে কি হবে তা বোঝা হয়ে গেছে। নির্বাচনের সাধও মিটে গেছে। এখন স্ত্রী-সন্তানদের নিয়ে নিরাপদে বাড়ি থাকতে দিন।’ কথাগুলো বলেছেন বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দু’জন চেয়ারম্যান প্রার্থী। শুক্রবার দুপুরে অবরুদ্ধ অবস্থায় নিজ নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন ডেকে এমন আকুতি জানিয়েছেন হোগলাপাশা বিএনপির প্রার্থী প্রধান শিক্ষক মফিজুল হক ও বনগ্রামের স্বতন্ত্র প্রার্থী আবদুল জব্বার মোল্লা। পৃথক লিখিত বক্তব্যে তারা বলেন, আওয়ামী লীগের কর্মীরা বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের প্রচার প্রচারণা বন্ধ করে দিয়েছে। প্রতিদিন কর্মীদের মারপিট করছে। প্রার্থীসহ আত্মীয়স্বজন ও কর্মীদের জানমালের কোন নিরাপত্তা নেই। ব্যবসা বন্ধ করে দিয়েছে। রাতে বাড়িতে গুলি ও ককটেল হামলা করছে। মোরেলগঞ্জে আ’লীগের অফিসে আগুন মোরেলগঞ্জে জিউধরা ইউনিয়ন আওয়ামী লীগ প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। আ. লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বাদশা জানান, বৃহস্পতিবার রাত ২টায় ভাইজোড়া ব্রিজসংলগ্ন নৌকা প্রতীকের ওই অফিসটি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। একই রাতে হোগলাপাশা ইউনিয়নে ৮নং ওয়ার্ড় মেম্বার ও মেম্বার প্রার্থী মো. ফারুক মিয়ার বাড়িতে গুলি করার অভিযোগ পাওয়া গেছে। এ ফারুক মিয়ার প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা মোঃ খায়রুল আলমের বাড়িতে হামলা ও তার মেয়েকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। ত্যাগী নেতাদের মনোনয়ন দেয়ার দাবি নিজস্ব সংবাদদাতা নড়াইল থেকে জানান, সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দলের ত্যাগী নেতাদের দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে নড়াইল-নওয়াপাড়া সড়কের খলিসাখালী এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম হিট্টু, অমিত কুমার বালা পিযুস, অশোক বিশ্বাস, সচিন্দ্রনাথ বিশ্বাস, অমিত কুমার প্রমুখ। এ সময় বক্তরা অভিযোগ করে বলেন, বিএনপি নেতা আবুল খায়ের মোল্যাকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নৌকা প্রতীক দেয়ার চক্রান্ত চলছে। বক্তারা দাবি করেন, এ ইউনিয়নে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ ৬ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছে এদের মধ্য থেকে দলীয় মনোনয়ন দেয়া হোক। অন্য কাউকে দলীয় মনোনয়ন দেয়া হলে কঠোর কর্মসূচী দেয়া হবে বলেও জানান বক্তারা।
×